ট্রাম্পের চাপানো শুল্কের কারণে ভারত যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র, বিমানসহ নতুন সামরিক যন্ত্রাংশ কেনার আলোচনা স্থগিত করেছে গণমাধ্যমের এমন প্রতিবেদনকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটি।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ভারত কোনো প্রতিরক্ষা ক্রয় আলোচনা স্থগিত করেনি ও ক্রয় কার্যক্রম প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী এগোচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লাইভমিন্টকে বলেন, ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা ক্রয় বন্ধ করার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট।
এএনআইয়ের প্রতিবেনে কর্মকর্তারা বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত আলোচনাগুলো স্থগিত করার খবরটি মিথ্যা ও মনগড়া।
এটি স্পষ্ট যে বিভিন্ন ক্রয় সংক্রান্ত বিষয়গুলো প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী এগোচ্ছে।’
প্রতিবেদনটিতে কী বলা হয়েছিল?
সংবাদ সংস্থা রয়টার্স শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তিনজন সরকারি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, ভারত যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে।
প্রতিবেদনে এটিকে ট্রাম্প কর্তৃক আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্কের পর ভারতের অসন্তোষের প্রথম ‘সুনির্দিষ্ট চিহ্ন’ বলে উল্লেখ করা হয়।
ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হয়েছে যা বিশ্বের সর্বোচ্চ।
এর কারণ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ করেছেন।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী সপ্তাহে ওয়াশিংটনে গিয়ে কিছু অস্ত্র ক্রয়ের ঘোষণা দেওয়ার কথা থাকলেও ‘সে সফর বাতিল হয়েছে’।
প্রতিবেদনে এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, লিখিত নির্দেশ দেওয়া না হলেও ক্রয় স্থগিতের সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারত চাইলে দ্রুত সিদ্ধান্ত বদলাতে পারবে, তবে এ মুহূর্তে অন্তত কোনো অগ্রগতি হয়নি।
ভারত ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানালেও এখনো কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের শুল্ককে ‘অন্যায়’ বলে আখ্যায়িত করেছে।
সূত্র : মিন্ট
এমকে/টিকে