ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্যে আইনি ব্যবস্থা নিচ্ছেন অপূর্ব

প্রায় সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফিরেই একমাত্র সন্তান আয়াশকে দেন এক বিশেষ সারপ্রাইজ। তারই একটি ভিডিও শেয়ার করেন অপূর্ব; যা ঘিরে পরবর্তীতে সামাজিক মাধ্যমে তৈরি হয় নানা নেতিবাচক আলোচনা ও ভিত্তিহীন মন্তব্য।

সেই ভিডিওতে দেখা যায়, গভীর ঘুমে থাকা আয়াশকে চমকে দিতে কাছে যান বাবা অপূর্ব। আয়াশের ঘুম ভাঙতেই বাবাকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আয়াশ; কান্না করে দেয়।

বাবা-ছেলের এই আবেগঘন মুহূর্ত রীতিমতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু শেয়ার করার সময় বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন কিছু বিষয় তুলে আনে নেটিজেনরা; যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ অপূর্ব।

এক ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, ‘কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও না। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। আর কিছু গড়পড়তা মানুষরা, যাচাই না করেই শেয়ার করেন, রিঅ্যাক্ট দেন, ভুল বিচার করেন। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা।’

অপূর্ব লেখেন, ‘এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিকও। আর যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি কোনো জ্ঞান দিতে যাব না। কারণ যাদের পরিবার তাদের ভেতর কোনো মূল্যবোধ তৈরি করতে ব্যর্থ হয়েছে, যাদের সমাজ মানবিকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাদেরকে কোনো জ্ঞান দিয়ে লাভ হবে না।’

অভিনেতা লেখেন, ‘যাদের মস্তিষ্ক, হৃদয়ে নেগেটিভিটির ক‍্যান্সার তাদেরকে, মা-বাবা তাদের সন্তানকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কারণ এই অভাগারা জানে না প্রতিটা বাবা-মায়ের কাছেই তাদের সন্তান জীবনের সবচেয়ে বড় অংশ। তার প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি অর্জন সবকিছু তারা নিজের হৃদয়ে অনুভব করে। সন্তানের হাসি-কান্না তার প্রতিটা অনুভূতি পিতা-মাতার প্রতিটি দিনকে করে তোলে উজ্জ্বল ও অর্থবহ। তারা জানে না আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন অন্য একজন পিতা-মাতাও তার সন্তানকে ঠিক ততটাই ভালোবাসেন। নিজেকে উত্তম আর অন্যকে অধম ভাবার মতো অসুস্থতা থেকে আপনারা দ্রুত সেরে উঠুন, সেই প্রত্যাশা করি। আমার বা অন্য কারো সন্তান নিয়ে মনগড়া কোনো ভুল মন্তব্য করার আগে ভেবে নিন। আপনি যদি সত্য না জানেন, তবে নীরব থাকুন। কারণ কারো সন্তানের জীবন আপনার কনটেন্ট তৈরির ‘আইটেম’ নয়।’



অপূর্ব আরও বলেন, ‘কিছু ভুঁইফোড়, নিচু মানসিকতার মানুষ ব্যস্ত অন্যের চরিত্র হননে! যারা এতটাই নিচ যে পিতা-পুত্রের গভীর ভালোবাসার মধ্যেও অন্য কিছু খোঁজার চেষ্টা করেছেন। মিথ্যা তথ্য আর গাঁজাখুরি বানানো গল্পের আশ্রয় নিয়ে ভিউ পাওয়ার আশায় সাধারণের কাছে এমন কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হোন আমার সন্তান ও আমার পরিবারের নামে! যারা চেষ্টা করেছেন সাংবাদিকতা নামক মহান পেশাকেও কলংকিত করতে এসব হঠাৎ গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেল বা পেজগুলো দিয়ে।’

অপূর্ব আরও জানান, ভুয়া তথ্য ও গুজব ছড়ানো কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনজনকে শনাক্ত করে আনা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে শিগগিরই। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটকেও ধন্যবাদ জানান অভিনেতা।

এদিকে একই ভিডিও নিয়ে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি পোস্টে লেখেন, ‘আমার ছেলে আমার কাছেই থাকে। ও সবসময় ভালোবাসা ও যত্নের মধ্যে আছে। ভিডিও দেখে যারা ‘একা’ বা ‘একাকী’ বলছেন, তারা ভুল করছেন।’ তিনি আরও জানান, আয়াশ নিয়মিত বাবার সঙ্গে দেখা করে এবং তার সুখকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের চাপের মুখে মোদি ও শির সঙ্গে আলোচনা পুতিনের Aug 09, 2025
img
‘দেশটা হাওয়ায় হাওয়ায় আসে নাই, বাপ-দাদারা রক্ত দিয়ে আনছে’ Aug 09, 2025
img
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবচরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল Aug 09, 2025
স্বামীকে নিয়ে অবমাননাকর কথা, পাল্টা জবাব দিলেন স্বরা Aug 09, 2025
প্রেম বা ব্যক্তিগত সম্পর্কে কিছু বলবেন না ম্রুণাল Aug 09, 2025
‘কমল হাসানের পায়ের নখের যোগ্য নন শাহরুখ’ Aug 09, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 09, 2025
img
রাজধানীর আফতাবনগরে ৮ম তলা থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের Aug 09, 2025
রাজনাথ সিংয়ের যুক্তরাষ্ট্র সফর বাতিল, কিন্তু কেন? Aug 09, 2025
প্রকাশ্যে সাংবাদিককে হত্যা; প্রশাসনকে দায়ী করছে স্থানীয়রা Aug 09, 2025
img
দাদার কবরের পাশেই সমাহিত হলেন সাংবাদিক তুহিন Aug 09, 2025
img
চিকিৎসাধীন জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন এবি পার্টির নেতারা Aug 09, 2025
img
পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না : চরমোনাই পীর Aug 09, 2025
img
হলে বাম দল ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা Aug 09, 2025
img
চাঁদাবাজি মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা মারুফকে গ্রেপ্তার Aug 08, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি Aug 08, 2025
img
অর্থ সংকটে দিয়াবাতেই সীমাবদ্ধ, অন্য কোনো বিদেশি নিতে পাচ্ছে না আবাহনী Aug 08, 2025
img
The 8TH August Report Card: How much has Bangladesh "reformed" under the Interim Government? Aug 08, 2025
img
পদ্মার এক চিতল মাছ ১৫৩০০ টাকায় বিক্রি Aug 08, 2025
img
নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করে দৃষ্টান্ত তৈরি করবে পুলিশ: ডিএমপি কমিশনার Aug 08, 2025