ভারতের বিমান বাহিনী দাবি করেছে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় তারা পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংস করেছে। সংঘাতের প্রায় তিন মাস পর শনিবার (৯ আগস্ট) বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এ দাবি করেন দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।
এই কর্মকর্তার দাবি, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর একটি নজরদারি বিমান। ভারত-পাক যুদ্ধবিরতির প্রায় তিন মাস পর এই প্রথম এমন দাবি করল ভারতের বিমান বাহিনী। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়া হয়নি।
এফপি/ টিএ