সাম্প্রতিক অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে দুর্দান্ত পারফরম করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন আশেজে আরও উচ্চতাতেই নিশ্চয়ই পৌঁছাতে চাইবেন তিনি।
তবে অস্ট্রেলিয়ায় তার ইতিহাস সমৃদ্ধ নয় মোটেও। সেখানে ১৪ টেস্ট খেললেও সেঞ্চুরি নেই একটিও। তা নিয়েই সম্প্রতি তাকে খোঁচা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। এরপরই বিপাকে পড়ে গেছেন অজি এই সাবেক ক্রিকেটার।
সবশেষ ভারতের বিপক্ষে সিরিজটা রুটের জন্য ছিল বেশ স্মরণীয়। তিনি নয় ইনিংসে ৫৩৭ রান করেন, সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং তিনটি সেঞ্চুরি করেন। একই সঙ্গে রিকি পন্টিংকে টপকে ১৩,৫৪৩ রান নিয়ে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন।
নভেম্বর ২১ তারিখে পার্থে শুরু হবে আশেজ। এর আগে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার রুটকে খোঁচা দিয়ে বলেন, অভিজ্ঞ এই ব্যাটার এখনও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে পারেননি।
ওয়ার্নার বলেন, ‘অস্ট্রেলিয়ান উইকেটে ব্যাট নামানোর ধরনটা তাকে বিপদে ফেলতে পারে, অতীতে আমি তা দেখেছি। আমি মনে করি, সেখানে যাওয়ার আগেই জশ হ্যাজেলউড নিয়ে সে দুঃস্বপ্ন দেখবে। একটু আমার মতো, যখন ব্রডির মুখোমুখি হতাম।’
তিনি আরও বলেন, ‘জো দুর্দান্ত এক ক্রিকেটার, তার রান দেখলেই বোঝা যায়, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে আমি নিশ্চিত, সে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে চাইবে। এটা এমন কিছু যা এখনও তার ধরা ছোঁয়ার বাইরে। আমার মনে হয়, এটা তার মাথায় থাকবে, তাই অপেক্ষা করতে হবে।’
ওয়ার্নারের মন্তব্য ভালোভাবে নেননি সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তিনি রুটকে উস্কে দেওয়ার চেষ্টা করার জন্য ওয়ার্নারকে ‘ভাঁড়’ বলে অভিহিত করেন। মঈন বলেন, ‘সে তো ওয়ার্নারই। সত্যি বলতে একটু ভাঁড়ের মতো। স্পষ্টই রুটির (জো রুট) মাথায় ঢোকার চেষ্টা করছে, কিন্তু পারবে না। রুটি এসব কথার জন্য তৈরি নয়। এটা তো ওয়ার্নারের স্বভাব।’
মঈন আরও বলেন, ‘রুটি এত রান করেছে, সে এসব পরিস্থিতি সামলাতে জানে। ভারতও চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি স্পষ্টতই হয়নি কারণ সে প্রচুর রান করেছে। কিছু খেলোয়াড় আছেন, যাদের সঙ্গে এসব কাজ করে, আর কিছুদের সঙ্গে তা চলে না।’
এমকে/টিএ