ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে : এবি পার্টি

রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তবে দলটি বলছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন‍্য ফ‍্যাসিবাদীদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ। তা না হলে নির্বাচন নিয়ে সংশয় ও অনিশ্চয়তা কাটবে না।

শনিবার(৯ আগস্ট) জুলাই ঘোষণাপত্র, সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে দলটি।

কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুলসহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা।

এসময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এত বড় অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের পর একটা ঘোষণাপত্র দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। কিন্তু এর বক্তব‍্য, গাঠনিক শৈলী, অভিপ্রায়ের অভিব্যক্তি পুরোনো ধাঁচের হয়েছে। ঔপনিবেশিক যুগের মুক্তিসংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, শাহবাগে ফ‍্যসিবাদের উত্থান পর্ব, ৫ মে’র জাগরণ ও আলেমদের উপর গণহত্যা, বিডিআর হত‍্যাকাণ্ড, কোটা সংস্কার থেকে নিরাপদ সড়ক আন্দোলন, রাষ্ট্র মেরামতের জনআকাঙ্ক্ষা হয়ে রাষ্ট্র সংস্কারের দৃঢ় প্রত্যয়ের স্মৃতিমণ্ডিত ইতিহাস ঘোষণাপত্রে আরও স্পষ্ট উল্লেখ থাকবে বলে আমরা আশা করেছিলাম।

তিনি বলেন, আমরা চাই এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল যেন আমাদের জন‍্য অলঙ্কারিক বস্তু হয়ে না থাকে। সহস্রাধিক শহীদের প্রাণ ও লক্ষ কোটি হৃদপিণ্ডের রক্ত বিধৌত এই দলিল আমাদের অত‍্যাবশ‍্যকীয় পালনীয় নির্দেশিকা আকারে যেন থাকে। আমরা যেন যথাযথভাবে এটা মেনে চলি। সেই অঙ্গীকারটাই মূলত বেশি গুরুত্বপূর্ণ।

ফুয়াদ বলেন, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন‍্য ফ‍্যাসিবাদীদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ, তা না হলে নির্বাচন নিয়ে সংশয় ও অনিশ্চয়তা কাটবে না বলে আমরা মনে করি।

এবি পার্টি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানায় তবে, একইসঙ্গে মনে করে যে এই ঘোষণাপত্র গণঅভ‍্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের স্বপ্ন ধারণ করতে ব‍্যর্থ হয়েছে। এবি পার্টি ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানায় তাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। সপ্তাহের পর সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অব্যাহত আলোচনা করে ঐকমত্যে পৌঁছার চেষ্টা মোটেই সহজসাধ্য ছিল না। তারপরেও অনেক বিষয়ে দ্বিমত স্বত্ত্বেও গুরুত্বপূর্ণ বেশ কিছু জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পেরেছি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে সেগুলো স্বাক্ষরিত হওয়ার পরপরই বাস্তবায়ন শুরু হওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সনদের আইনিভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়ার সুরাহা হওয়া জরুরি। আমরা যেন ইতিহাসের পেছনের দিকে চলে না যাই, ১৯৯০ ও ২০০৮ এর অভিজ্ঞতা ভুলে না যাই।

যেটা ঐকমত্যের ভিত্তিতে এখনই করা সম্ভব, সেটা ৫/৬ পিছিয়ে নেওয়ার চেষ্টা ২০২৪-এর গণঅভ‍্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি।

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা কখনোই এবি পার্টির ছিল না উল্লেখ করে তিনি বলেন, বিচার ও সংস্কারের পরিষ্কার পথনকশা জরুরি, যেন ঐকমত্যের ভিত্তিতে আগামী সরকারও এগুলো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে আমরা এখনো পুরোপুরি আস্থাশীল নই।

নির্বাচন নিয়ে কোনো সংলাপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফুয়াদ বলেন, প্রায় এক বছর হতে চলেছে কিন্তু রাজনৈতিক দল বা অংশীজনদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো আয়োজন বা উদ্যোগ আমরা এখনো দেখতে পাচ্ছি না। নির্বাচন সংস্কার কমিশনের অনেক সুপারিশ তারা বাস্তবায়নে অনাগ্রহ প্রকাশ করেছে যেটা দুঃখজনক।

অন্তর্বর্তীকালীন সরকার এখনো প্রশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির পুরো লাগাম টেনে ধরতে পারেনি দাবি করে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসতে আসতে তৃণমূলের চিত্র পাল্টে যাবে এবং তখন সরকার ও নির্বাচনী প্রশাসন আরো বেশী বেকায়দায় পরার শঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ আহমেদ নাসির, উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় নেতা আবু রাইয়ান আশয়ারী রছি, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, এবি যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, ওয়ারী থানা সদস্য সচিব নুরুন্নবী, নারী নেত্রী ফেরদৌসী আক্তার অপি, ইসরাত জাহান লিজা ও যুব পার্টি মহানগর দক্ষিণের সদস্য সচিব মিরাজুল ইসলাম শান্ত, যুব পার্টির যাত্রাবাড়ী থানার সদস্য সচিব জুয়েল রানা প্রমুখ।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ধানের শীষ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক : মীর হেলাল Aug 10, 2025
img
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোকে আসিফ মাহমুদের পরামর্শ Aug 10, 2025
img
ভারতীয় সমর্থনপুষ্ট ১৪ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর Aug 10, 2025
কম সময়ে কোরআন যেভাবে খতম দিবেন | ইসলামিক টিপস Aug 10, 2025
মিস ইউ পাপা’ শাকিবের ফেসবুক স্টোরিতে আব্রামের জন্য বিশেষ বার্তা Aug 10, 2025
বাংলাদেশের ছেলে পছন্দ রাশিয়ার গ্ল্যামার মডেলের Aug 10, 2025
ভাইরাল অডিও, সালমানের সঙ্গে কাজ করলে প্রাণহানির হুমকি! Aug 10, 2025
সামাজিক মাধ্যমে ভাইরাল অনন্যা-আহানের রাখি উৎসবের ছবি Aug 10, 2025
মেহজাবীনের নামের আসল রহস্য জানেন কি? Aug 10, 2025
ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ Aug 10, 2025
img
এই সরকার দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে: মির্জা আব্বাস Aug 10, 2025
বিপিএলে যুক্ত হচ্ছে আইসিসির এন্টি করাপশন ইউনিট Aug 10, 2025
মাঠে হ্যাটট্রিক, মঞ্চে জবাব: রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স Aug 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 10, 2025
ভোটের মাঠে শুদ্ধি অভিযান: এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য যাচাই Aug 10, 2025
ব্রিটিশ রাজনীতিতে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতরা Aug 10, 2025
রাজনীতিবিদদের হাতে সব সিদ্ধান্ত? অসম্ভব! Aug 10, 2025
এনসিপি নেতা তুষারের উদ্দেশ্যে নীলা ইসরাফিলের ভিডিও বার্তা Aug 10, 2025
সম্পর্কের রহস্য ফাঁস, ভর্তি ফর্মে বদলে গেল স্বামীর নাম! Aug 10, 2025
রাশিয়া-চীন-ভারতের ঐক্য: ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে নতুন মেরুকরণ Aug 10, 2025