পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত হয়ে বেলুচিস্তানের ঝোব জেলায় অনুপ্রবেশের চেষ্টা করছিল ‘ভারতের সমর্থনপুষ্ট’ আরও ১৪ সন্ত্রাসী এমন দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাদের অভিযানে এরা নিহত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটির গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)।
শনিবার পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে নিহতদের নিয়ে গত কয়েকদিনে ‘ভারতের ছায়া বাহিনী ফিতনা আল খওয়ারিজ’-এর মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
আইএসপিআর-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “৮ ও ৯ আগস্ট রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী সামবাজা এলাকায় নিরাপত্তা অভিযান চালানো হয়। অভিযানে আরও ১৪ জন ভারতীয় সমর্থনপুষ্ট খওয়ারিজকে খুঁজে বের করে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “এর আগে ৭ ও ৮ আগস্ট ঝোব জেলার সামবাজা এলাকায় অভিযানে ৩৩ খওয়ারিজকে জাহান্নামে পাঠানো হয়েছে।”
পাকিস্তান ‘ফিতনা আল খওয়ারিজ’ নামটি ব্যবহার করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝাতে।
আইএসপিআর দাবি করেছে, “নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত রক্ষা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অগ্রগতিকে বিনষ্টকারী নাশকতা ব্যর্থ করতে বদ্ধপরিকর।”
ভারতের ভূমিকাকে ঘিরে নতুন নামকরণ
ডন-এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসে পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক সব সন্ত্রাসী সংগঠনকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করা শুরু করেছে। এর লক্ষ্য পাকিস্তানে সন্ত্রাসবাদে ভারতের কথিত ভূমিকাকে তুলে ধরা এবং অভ্যন্তরীণ সমর্থন অর্জন।
২০২২ সালের নভেম্বরে টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ভঙ্গের ঘোষণা দেওয়ার পর থেকে খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইউটি/টিএ