টালিগঞ্জের ফ্লোরে এবার জমে উঠল ধারাবাহিক গৃহপ্রবেশ-এর বিশেষ শুটিং পর্ব। প্রযোজক ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন পুরো আয়োজনের কেন্দ্রে। নিউ ইয়র্ক সফর শেষে ফ্লোর সাজানো হয়েছিল একেবারে উৎসবের আমেজে—রঙিন ফুল, ঝলমলে আলো আর অতিথিদের কোলাহলে মুখর ছিল শুটিং সেট।
শুটিং চলাকালীন এক মজার মুহূর্তে রাজ চক্রবর্তী হেসে বললেন, “শুভশ্রী রোজ আমার থেকে হিসাব নেয়, কত খরচ হল!”
কথাটি শোনার সঙ্গে সঙ্গেই হাসির রোল পড়ে যায় উপস্থিত সবার মাঝে। তবে বোঝা যাচ্ছিল, এটি নিছকই দাম্পত্যের খুনসুটি নয়, বরং স্ত্রীর দায়িত্বশীল প্রযোজক রূপেরই এক প্রশংসা।
নতুন পর্বের শুটিং শেষ হলে ফ্লোরের উৎসবমুখর আবহ যেন আরও আনন্দে ভরে ওঠে। শুভশ্রী-রাজ জুটির আন্তরিকতা এবং কাজের প্রতি নিষ্ঠা আবারও প্রমাণ করল, টালিগঞ্জের এই দম্পতি শুধু পর্দায় নয়, বাস্তবেও একে অপরের সঙ্গী হয়ে সাফল্যের গল্প লিখে চলেছেন।
ইউটি/টিএ