পাঁচ বছর পর ফিরছে টাইগার শ্রফের বাঘি সিরিজ, মুক্তির তারিখ ধার্য সেপ্টেম্বর ৫। বিশাল বাজেট ও তারকাবহুল কাস্ট নিয়ে আসছে বাঘি ৪, যা পরিচালনা করছেন এ. হরশা। প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিতে টাইগার শ্রফের পাশাপাশি আছেন সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া ও হারনাজ সান্ধু। একসঙ্গে একাধারে নানা তারকা থাকায় এই সিনেমা শুরু থেকেই উত্তেজনার ঝড় তুলেছে দর্শক মহলে।
ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি) সম্প্রতি এই ছবির টিজারকে অনুমোদন দিয়েছে এবং ‘এ’ রেটিং প্রদান করেছে। টিজারটির দৈর্ঘ্য প্রায় এক মিনিট তিরানব্বই সেকেন্ড। এতে দেখা যাবে অত্যন্ত রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য ও মারাত্মক লড়াই, যা পরিপূর্ণরূপে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে।
যদিও টিজারের প্রকাশের সঠিক তারিখ এখনও নিশ্চিত নয়, তবে শোনা যাচ্ছে খুব শিগগিরই এটি মুক্তি পেতে পারে, যা সিনেমাটির প্রচারকে আরও ত্বরান্বিত করবে।
পাঁচ বছরের অপেক্ষার পর বাঘি সিরিজের এই নতুন পর্বে দেখা যাবে টাইগার শ্রফের বিশেষ নৃত্য ও মারামারির দৃশ্য যা দর্শকদের মনে আগের মতো রোমাঞ্চের সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে ছবির টিজার নিয়ে কৌতূহল এবং আগ্রহ নির্মাণশিল্পী ও দর্শক সমাজে ব্যাপক।
প্রযোজক ও পরিচালক মিলে এই ছবি নিয়ে ভীষণ প্রত্যাশা জাগিয়েছে, কারণ এটি শুধু একটি অ্যাকশন ছবি নয়, বরং বাঘি সিরিজের ঐতিহ্য ধরে রেখে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছে।
ইউটি/টিএ