বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০২৪ সালের বিপ্লব কোনোভাবেই লুটেরাদের ক্ষমতায় ফেরানোর জন্য হয়নি। বিপ্লবের রক্তের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা যেন না হয়— এ নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, যারা অতীতে অন্যায় করেছে, তাদের কোনো অনুশোচনা নেই। বিদেশি শক্তির সহায়তায় আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে তারা, কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না। তিনি অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র হরণ, অর্থ পাচার ও লুটপাট চালানো হয়েছে। এই দেশের জনগণ আর লুটেরা শ্রেণির হাতে দেশ তুলে দেবে না।
মতিন চৌধুরীকে ‘আধুনিক রূপগঞ্জের স্বপ্নদ্রষ্টা’ আখ্যা দিয়ে মঈন খান জানান, শীতলক্ষ্যা নদীর ওপর যে ব্রিজ রাজধানীর সঙ্গে রূপগঞ্জের যোগাযোগ সহজ করেছে, তার উদ্যোগ নিয়েছিলেন মতিন চৌধুরী। বিএনপি ক্ষমতায় এলে এই ব্রিজটি তার নামে নামকরণ করা হবে। আগামী রমজানের আগেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না এবং জনভিত্তিক সরকার প্রতিষ্ঠা করা হবে।
রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ