প্যারাম সুন্দরী সিনেমার নতুন গান ‘ভিজে শাড়ি’ মুক্তি পেয়েই যেন আলোচনার ঝড় তুলেছে। রোমান্টিক বৃষ্টির পটভূমিতে চিত্রায়িত এই গানে একসঙ্গে ধরা দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর। মুক্তির পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং, আর এর বড় কারণ জাহ্নবীর মনোমুগ্ধকর ভিজে শাড়ির লুক ও সিদ্ধার্থের সঙ্গে তার পর্দার রসায়ন।
শ্রেয়া ঘোষাল ও আদনান সামির কণ্ঠে গাওয়া গানটিতে সুর দিয়েছেন সাচিন-জিগার। মধুর সুর, আবেগঘন গানের কথা এবং প্রাণবন্ত কম্পোজিশন মিলিয়ে তৈরি হয়েছে সুরেলা ও আবেগময় এক মিশ্রণ।
জাহ্নবীর প্রাণবন্ত নাচ ও অভিব্যক্তি, সঙ্গে সিদ্ধার্থের চিরচেনা আকর্ষণীয় উপস্থিতি ভক্তদের গানটি বারবার শোনাচ্ছে।
প্রতিটি গান প্রকাশের পর প্যারাম সুন্দরীর প্রতি দর্শকদের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। সবশেষ এই গান প্রকাশের পর অনেকে মনে করছেন, বড় পর্দায় মুক্তি পেলে ছবিটি হবে এক অনবদ্য সংগীত ও দৃশ্যের সমাহার।
ইউটি/টিএ