“দুর্ভাগ্যবশত” প্রবাস জীবন কাটাতে হচ্ছে বলে আক্ষেপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “দুর্ভাগ্যবশত আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হয়েছে, কাটাতে হচ্ছে।”
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
২০০৭ সালে এক/এগারোর সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় সাজা দেওয়া হয়। এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা। এছাড়াও তার বক্তব্য বিবৃতি প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ড্যাবের কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা বিএনপির কাছে, একটি জবাবদিহিতার ব্যবস্থা তৈরি করা। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ ব্যবস্থা ধীরে ধীরে গড়ে তুলতে পারি তাহলে আমরা সবর্ত্র জবাবদিহিতা গড়ে তুলতে পারব। আমরা যদি এখানে (ড্যাব) শুরু করতে পারি, ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারব।”
লন্ডনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বলে ধরে তিনি বলেন, “একটি অভিজ্ঞতা আমার হয়েছে, যেহেতু এই দেশে একটি জবাবদিহিতা আছে সেজন্য একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে সে ন্যূনতম একটি সেবা পাচ্ছে। অর্থাৎ শুধু একজন রোগী হিসেবে নয়, যেকোনো জায়গায় যেকোনো মানুষ যখন যাচ্ছে তার যেটি প্রাপ্ত, সেই প্রাপ্য সেবা সে পাচ্ছে।”
ঢাকার কাকরাইলের উইলন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিএনপির চিকিসক সংগঠন “ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব” এর জাতীয় কাউন্সিল-২০২৫ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
টিকে/