জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে : ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, ‘এক বিশাল দায়িত্ব নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্য দিয়েও এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাকৃবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ফায়েজ বলেন, ‘শিক্ষকদের দায়িত্ব হলো ছাত্রদের চিন্তা-ভাবনাকে সম্মানের সঙ্গে দেখা এবং ছাত্র মর্যাদার জায়গাকে সচেষ্ট রাখা। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ ও জাতি।

তাদের প্রত্যাশা পূরণ করাই এখন তোমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মনে রাখবে, এই বিশ্ববিদ্যালয় তোমাদের দ্বিতীয় পরিবার, আর এখানকার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তোমাদের পরিবারের সদস্য।’

এ সময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভালো মানুষের সংস্পর্শে ভালো হতে পারো, আবার খারাপও হতে পারো। জুলাই-পূর্ববর্তী পরিস্থিতি যেন বাকৃবিতে আর ফিরে না আসে, সে জন্য শিক্ষার্থীদের সজাগ ও দেশপ্রেমিক হতে হবে।’

তিনি আরো বলেন, ‘এখন থেকে প্রতি সেমিস্টারে তোমাদের ফলাফল ও উপস্থিতি অভিভাবকের কাছে পৌঁছে যাবে, যাতে তারা জানতে পারেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে কী করছে।

দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আসলেও তা অভিভাবকের কাছে পাঠানো হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে বাকৃবির গবেষক ও শিক্ষার্থীদের অবদান অপরিসীম। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষায় যাচ্ছে। এখন উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কাছ থেকে মেসেজের উত্তর আসতে ২৪ ঘণ্টাও লাগে না।

অনুষ্ঠানে বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা ও নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-বাকৃবির ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনসহ প্রমুখ।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

মেহজাবীনের নামের আসল রহস্য জানেন কি? Aug 10, 2025
ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ Aug 10, 2025
img
এই সরকার দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে: মির্জা আব্বাস Aug 10, 2025
বিপিএলে যুক্ত হচ্ছে আইসিসির এন্টি করাপশন ইউনিট Aug 10, 2025
মাঠে হ্যাটট্রিক, মঞ্চে জবাব: রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স Aug 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 10, 2025
ভোটের মাঠে শুদ্ধি অভিযান: এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য যাচাই Aug 10, 2025
ব্রিটিশ রাজনীতিতে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতরা Aug 10, 2025
রাজনীতিবিদদের হাতে সব সিদ্ধান্ত? অসম্ভব! Aug 10, 2025
এনসিপি নেতা তুষারের উদ্দেশ্যে নীলা ইসরাফিলের ভিডিও বার্তা Aug 10, 2025
সম্পর্কের রহস্য ফাঁস, ভর্তি ফর্মে বদলে গেল স্বামীর নাম! Aug 10, 2025
রাশিয়া-চীন-ভারতের ঐক্য: ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে নতুন মেরুকরণ Aug 10, 2025
রাশিয়ার ‘এস-৪০০’ ব্যবহারে পাকিস্তানের ৬ বিমান ধ্বংসের দাবি ভারতীয় বিমান প্রধানের Aug 10, 2025
img
‘যুব সমাজ ধ্বংসে শেখ হাসিনা ছিলেন মাদকের নেত্রী’ Aug 10, 2025
ক্যাম্পাসের হলে রাজনীতি সাংবিধানিক অধিকার: ঢাবি শাখা ছাত্রদলের সেক্রেটারি Aug 10, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ৬০ জনের বেশি ছাত্রলীগ, অব্যাহতি মাত্র ৬! | টাইমস ফ্লাশ Aug 10, 2025
বহাল থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত Aug 10, 2025
img
এবারের নির্বাচন চ্যালেঞ্জের: এস এম জিলানী Aug 10, 2025
img
ঢাবির পর এবার জাবিতেও শিক্ষার্থীদের বিক্ষোভ Aug 10, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার ডিও লেটার Aug 10, 2025