গেল বছর হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দেন কিউরেটর টনি হেমিং। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় বিসিবির চাকরি ছেড়েছিলেন তিনি। তবে দ্বিতীয় দফায় আবারো বাংলাদেশে এসেছেন হেমিং।
এবার বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করবেন হেমিং। তার সঙ্গে এবার দুই বছরের চুক্তি হয়েছে বিসিবির। বিসিবির পিচ দেখা-শোনার পাশাপাশি বিসিবির সব কিউরেটরদের শেখাবেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
আজ শনিবার বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। যেখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অফ টার্ফ ম্যানেজমেন্টে হিসেবে দায়িত্ব পালন করবেন টনি হেমিং।
এ ছাড়া মিপুরের পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়ে মিঠু বলেন, 'সময় বলবে গামিনী থাকছে কি থাকছে না। এখন যে জিনিসটা হচ্ছে গামিনীর ১ বছর এক্সটেনশন করা হয়েছে ২ মাসের টার্মিনেশন নোটিশ দেয়াতে।'
এদিকে আসন্ন বিপিএল নিয়ে মিঠু বলেছেন, 'আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।'
এমকে/টিকে