স্বৈরাচারী শাসন অবসানের পর নতুন পথে হাঁটছে বাংলাদেশ : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসানে বাংলাদেশ নতুন পথে হাঁটছে। এখন সময় এসেছে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার, যাতে ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে মিরপুর সাড়ে এগারোর রংধনু কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে রূপনগর থানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করে একটি জনগণের সরকার গড়ে তুলবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় ও চতুর্থ ভাষা হিসেবে আরবি, জার্মান, ফরাসি বা স্প্যানিশ শেখানোর উদ্যোগ নেওয়া হবে।

বইয়ের মান ও দামের প্রসঙ্গে তিনি জানান, অতীতে নিম্নমানের পাঠ্যপুস্তক উচ্চমূল্যে বিক্রি হলেও এখন দাম অর্ধেকে নেমে এসেছে এবং মানোন্নয়ন করা হয়েছে, যা অভিভাবকদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

শিক্ষায় বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা একই দেশের সন্তান। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পায় না- এটি অযৌক্তিক। বিএনপি ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করা হবে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও কারাবাস করেছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বিকেএ চেয়ারম্যান ড. এলএম কামরুজ্জামান, বিশেষ অতিথি বিকেএ মহাসচিব জয়নুল আবেদীন জয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, বিকেএ ভাইস চেয়ারম্যান হামিদুুল ইসলাম মিন্টু, বিকেএ সিনিয়র যুগ্ম মহাসচিব এটিএম অলিউল হাসানাত তুহিন, বিকেএ সাংগঠনিক সচিব আলমগীর হোসেন হেলাল, বিকেএ শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেলে সোনালি অতীতের খোঁজে হিল্লোল-এর আয়োজনে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২৫-এর ফাইনাল খেলা মিলন ফুটবল একাডেমি ও শহীদ বাগ ফুটবল একাডেমির মধ্যে মধ্যকার খেলায় মিলন ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়। গোলদাতা মিলন ও খলিল।

 সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হকও এ খেলায় অংশ নেন।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মেহজাবীন-রাজীবের প্রেমে সাইয়ারা’র ছাপ! Aug 10, 2025
img
চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সোমবার Aug 10, 2025
img
নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার Aug 10, 2025
img
ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত আজ থেকে কার্যকর Aug 10, 2025
img
সততার সাথে কাজ করছি, কে কী বললো ভাবছি না: ফাহিম Aug 10, 2025
img
আজ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা Aug 10, 2025
img
ফিটনেস টেস্টের দ্বিতীয় ধাপে এগিয়ে রানা-সাকিব Aug 10, 2025
img
ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য: এরদোয়ান Aug 10, 2025
img
ব্রাজিল থেকে চার বন্দর ঘুরে চট্টগ্রামে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত Aug 10, 2025
img
জাতিসংঘে মার্কিন ডেপুটি দূত হিসেবে ট্যামি ব্রুসকে মনোনয়ন দিলেন ট্রাম্প Aug 10, 2025
img
রোহিত ও কোহলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন অস্ট্রেলিয়া সিরিজে! Aug 10, 2025
img
ইসরায়েলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি এক মুসলিম দেশের Aug 10, 2025
img
রোনালদোর ক্লাবে যোগ দিলেন বার্সা ডিফেন্ডার মার্তিনেজ Aug 10, 2025
img
সাময়িক বরখাস্ত হলেন পুলিশের উপকমিশনার কাজী মনিরুজ্জামান Aug 10, 2025
img
ইরানের হুমকিতে অনিশ্চিত ট্রাম্পের করিডোর পরিকল্পনা Aug 10, 2025
img
জরুরি বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘ Aug 10, 2025
img
৪ কোটি ইউরোতে পিএসজির নতুন ফরাসি গোলরক্ষক Aug 10, 2025
img
নির্বাচনের জন্য ৪০ হাজার বডিক্যামেরা সংগ্রহ করবে সরকার Aug 10, 2025
img
দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৯৯১ শিক্ষার্থী Aug 10, 2025
img
জনস্বার্থ বিবেচনায় অবসরে পাঠানো হচ্ছে পুলিশের ৯ পরিদর্শককে Aug 10, 2025