২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর’ ছবিতে সাকিনা চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবিটি হয়ে ওঠে নব্বইয়ের দশকের পর ভারতের অন্যতম সর্বাধিক দেখা ও সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। কিন্তু এই সাফল্যের পর আমিশাকে চমকে দেওয়া এক পরামর্শ দিয়েছিলেন বলিউডের বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বনশালি।
বনশালির মতে, ‘গদর’-এ সাকিনার চরিত্র ছিল আমিশার ক্যারিয়ারের সংজ্ঞা বদলে দেওয়া কাজ, যা হয়তো তিনি আর কখনো ছাড়িয়ে যেতে পারবেন না। তাই বনশালি পরামর্শ দিয়েছিলেন, এই সাফল্যের পরই অবসরে চলে যেতে। তবে আমিশা সে পথে হাঁটেননি।
তার সিদ্ধান্তের ফলেই দর্শকরা দুই দশক পর ‘গদর ২’-এ আবারও সাকিনা রূপে আমিশাকে দেখতে পেয়েছেন। ২০২৩ সালের এই ছবিও বক্স অফিসে সাফল্যের ইতিহাস গড়েছে। ফিরে তাকালে বনশালির সেই মন্তব্য বলিউডের অন্যতম চর্চিত ‘যদি হতো’ মুহূর্ত হয়ে আছে।
এসএন