বলিউডের সুপারস্টার দিশা পাটানির নতুন ছবি শেয়ার হতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে গেছে। গ্ল্যামারাস নীল রঙের স্ট্র্যাপলেস গাউনে তিনি যেভাবে নিজের কোমর ও অঙ্গভঙ্গি উপস্থাপন করেছেন, তা তার ভক্তদের মুগ্ধ করেছে।
দিশা নিজের অভিনয় ক্যারিয়ারে যদিও বড় বাজিমাত করতে পারেননি, তবুও ফ্যাশন এবং স্টাইলের দিক থেকে তিনি টিকে আছেন শীর্ষে।
চলমান হিন্দি চলচ্চিত্র প্রকল্পের কাজের মাঝে তিনি নিজের ফ্যাশন সেন্স এবং সাহসী ফটোশুটের মাধ্যমে নিয়মিত আলোচনায় রয়েছেন।
এই নতুন লুক আবারও প্রমাণ করে দিচ্ছে, কেন দিশা পাটানি এখনও বলিউডের অন্যতম স্টাইল আইকন হিসেবে পরিগণিত হন।
কেএন/এসএন