বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা স্বাস্থ্য খাত সংস্কারসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন এক এনসিপি নেতা। ওই এনসিপি নেতা মঞ্চে ওঠলে এক ধরনের বিতর্ক তৈরি হয়।
পরে ছাত্র-জনতা তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। রবিবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে।
ছাত্ররা বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। এখানে অন্য কেউ এসে তারা তাদের রাজনীতির প্রচারণা করুক, আমরা সেটা চাই না।
আমরা আমাদের দাবি আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেছেন, ‘যাদের রক্তের বিনিময়ের চেয়ারে বসেছেন সেই চেয়ারের সাথে বেঈমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যার সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে।
এ সময় অবরোধস্থলে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি।
তিনি আরো বলেন, ‘২৪-এর জুলাইযোদ্ধা ও শহীদদের রক্তের বিনিময়ের চেয়ারে বসেছেন। সেই চেয়ারের সাথে বেঈমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা মরতে শিখেছি, আমাদের পুলিশদের ভয় দেখাবেন না, আমাদের সেনা দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই।’
ইউটি/টিএ