প্রথম সন্তান জন্ম দেয়ার পর বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সময় দিচ্ছেন স্বামী, সন্তান আর সংসারে। যে কারণে এ মুহূর্তে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। তবে মাতৃত্বকালীন ছুটি শেষে অভিনয়ে মনোযোগী না হয়ে প্রযোজনায় মন দিতে চান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সংসারে সময় দিতে দীর্ঘ সময় ক্যামেরা থেকে দূরে রয়েছেন। ক্যামেরার সামনে অভিনয় করলে জুড়ে দিচ্ছেন বেশ কিছু শর্ত। যে কারণে এবার ফিরিয়ে দিতে শুরু করেছেন একের পর এক বিগ বাজেটের সিনেমা।
জানা যায়, ‘কল্কি ২৮৯৮ এডি’র সফলতার পর এর দ্বিতীয় পর্ব শুরুর পরিকল্পনা করছেন প্রযোজক ও পরিচালকরা। শুটিংও শুরু করতে চাইছেন তারা। তবে বেঁকে বসেছেন অভিনেত্রী। দীপিকা জানিয়েছেন, দিনে ৮ ঘণ্টার বেশি সময় কাজ করতে পারবেন না তিনি। এ শর্ত মানলেই অভিনয় করবেন তিনি।
এদিকে একটি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। নতুন সিনেমার নাম এখনও চূড়ান্ত না হলেও জানা গেছে সিনেমাটি ২০১৫ সালের হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক।
এ সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল দীপিকার। সিনেমায় অভিনয় করার কথা ছিল অমিতাভ বচ্চনেরও। কিন্তু এ সিনেমায় নায়িকা না হয়ে প্রযোজক হতে চাচ্ছেন অভিনেত্রী। ভালো গল্পের কিছু সিনেমা প্রযোজনা করে বলিউডকে বিশ্বে আরও একধাপ এগিয়ে নিতে চান। তাই এ সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন দীপিকা।
প্রসঙ্গত, দীপিকার একাধিক শর্ত মেনে নিয়েই ‘কিং’ও ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দ্বিতীয় পর্বের কাজ শুরু করবেন প্রযোজক, পরিচালকরা। তাই খুব শিগগিরই এ দুই সিনেমা দিয়ে বলিউডে ফিরবেন লাস্যময়ী এ অভিনেত্রী।
কেএন/এসএন