প্রেম, পাগলামি আর আবেগের মিশেলে আসছে হার্শবর্ধন রানে ও সোনাম বাজওয়া অভিনীত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’। প্রথমে গান্ধী জয়ন্তীর দিন, অর্থাৎ ২ অক্টোবর মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বদলানো হয়েছে তারিখ। এখন ছবিটি বড়পর্দায় আসছে আগামী ২১ অক্টোবর ২০২৫-এ। উৎসব-পূর্ব মৌসুমে মুক্তি পেতে যাচ্ছে এই রোমান্টিক থ্রিলার, যা দর্শকদের জন্য হতে পারে এক আবেগঘন সিনেমাটিক অভিজ্ঞতা।
পরিচালক মিলাপ মিলান জাভেরির হাতে গড়া এই ছবির নতুন পোস্টার ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোচনায় এসেছে। পোস্টারে হার্শবর্ধন ও সোনামের তীব্র রসায়ন যেন গল্পের নাটকীয়তাকেই ফুটিয়ে তুলেছে। প্রযোজক অনশুল গার্গের তত্ত্বাবধানে নির্মিত এই সিনেমায় থাকছে প্রেম, পাগলামি আর ঝুঁকিপূর্ণ আবেগের ঘনঘটা।
শুটিং চলাকালীন জুন মাসে সেটে সামান্য আতশবাজির দুর্ঘটনা ঘটেছিল। তবে সৌভাগ্যক্রমে কাস্ট ও ক্রু সকলেই নিরাপদে ছিলেন এবং অল্প কিছু সময়ের মধ্যেই শুটিং শেষ হয়। এখন সব প্রস্তুতি শেষ, বড়পর্দায় দর্শকদের হৃদয় জয় করতে প্রস্তুত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’।
এসএন