রাস্তা হোক বা শপিংমল, শৌচালয়ের দরজায় নারী পুরুষ বোঝানোর জন্য বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়। দুই লিঙ্গের গোপনীয়তার কথা ভেবেই এই চিহ্ন ব্যবহার করা হয়। তবে যুগের আধুনিকতার সঙ্গে এখন সেই চিহ্ন বদলে গিয়েছে। বলিউড অভিনেতা অনুপম খের অবধি সেই চিহ্ন বুঝতে গিয়ে হিমশিম খেয়েছেন! নিজেই সামাজিক মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন অভিনেতা।
অনুপম জানিয়েছেন, একবার তিনি একটি শৌচালয়ের বাইরে গিয়ে থমকে দাঁড়ান। দরজার ওপর থাকা প্রতীক দেখে বুঝতেই পারছিলেন না—এটি পুরুষদের জন্য নাকি নারীদের। বিষয়টি এতটাই ধাঁধায় ফেলেছিল যে, সেই চিহ্নের ছবি তুলেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
নিজের পোস্টে অনুপম লিখেছেন, “আজকাল একটা বিষয় আমার বোধগম্য হয় না।
পুরুষ ও নারীর শৌচালয় বোঝাতে এখন এমন সব ছবি বা প্রতীক ব্যবহার করা হয়, যা অনেক সময় ধন্দ তৈরি করে। রেস্তরাঁ, স্টুডিও, সিনেমা হল- সবখানেই এই প্রবণতা দেখা যায়। আগে যেমন সরাসরি ‘পুরুষ’ বা ‘নারী’ লিখে দেওয়া হতো, এখন কেন তা করা হয় না?”
এর সঙ্গে তিনি প্রশ্ন ছুড়ে দেন, “বলুন তো, এই চিহ্নগুলো দেখে কি সত্যিই বিভ্রান্তি তৈরি হয় না?”
অভিনেতার এই মন্তব্যে অনেক অনুরাগীই সহমত পোষণ করেছেন। তবে কেউ কেউ বিষয়টি নিয়ে মজার ছলে রসিকতাও করেছেন।
মন্তব্য বিভাগে অনেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, তারাও কখনো কখনো ভুল শৌচালয়ে ঢুকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন।
এদিকে, অনুপম খেরকে সর্বশেষ দেখা গেছে ‘তানভি দ্য গ্রেট’ নামক সিনেমায়। ভারতীয় সেনা ও অটিজম নিয়ে নির্মিত সিনেমাটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। পাশাপাশি তাকে দেখা গেছে ‘মেট্রো ইন দিনো’-তেও, যেখানে নীনা গুপ্তের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
এমআর/টিকে