ইংলিশ প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুম শুরুর আগে হঠাৎ করেই বড়সড় ট্রান্সফারের খবরে সরগরম ফুটবল অঙ্গন। ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিনিওকে দলে ভেড়াতে ৪৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে টটেনহাম!
স্পার্স বস থমাস ফ্র্যাঙ্ক ২১ বছর বয়সী এই তারকার বড় ভক্ত বলে জানা গেছে। ইতোমধ্যে দুই ক্লাবের মধ্যে আলোচনাও শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। ২১ বছর বয়সী এই উইঙ্গারও স্পার্সে যোগ দিতে আগ্রহী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দুই পক্ষের আর্থিক শর্তে সমঝোতার ওপর।
সিটি বিক্রিতে আগ্রহী না হলেও সঠিক প্রস্তাব এলে তারা ছাড়তে রাজি হতে পারে।
গত মৌসুমেই জিরোনা থেকে সিটিতে যোগ দেন স্যাভিনিও। তিন বছরের চুক্তি বাকি থাকলেও পেপ গার্দিওলার অধীনে ইতোমধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। যদিও দলটির মৌসুমটা প্রত্যাশামতো হয়নি।
সন হিউং-মিনের বিদায়ের পর বাম প্রান্তে গতি ও সৃজনশীলতা যোগ করাই টটেনহামের মূল লক্ষ্য। পাশাপাশি কোমোর প্রতিভাবান নিকো পাজকেও নজরে রেখেছে স্পার্স, যাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিও আগ্রহী।
এমআর/টিকে