কপালজোরে বেঁচে গেলেন কংগ্রেস নেতা

কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া (এআই-২৪৫৫) ফ্লাইটে করে দিল্লি যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হয়। এর প্রায় ঘণ্টাখানেক পর পাইলট সিগন্যালের ত্রুটির কথা ঘোষণা করেন। পরে চেন্নাইয়ে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটি।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বেণুগোপাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘কপালজোরে বেঁচে গেলাম।’

বেণুগোপাল তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া (এআই-২৪৫৫) বিমানটি তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর ছেড়েছিল। ছাড়ার কিছুক্ষণ পর থেকেই বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হয়। প্রায় ঘণ্টাখানেক ওড়ার পর পাইলট সিগন্যালে‌ ত্রুটির কথা ঘোষণা করেন। এর পরেই আমাদের বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবতরণের আগে প্রায় দু’ঘণ্টা ধরে আমাদের বিমানটি চেন্নাই বিমানবন্দরের আশপাশে ঘুরতে থাকে। যেই রানওয়েতে আমাদের বিমান নামানোর কথা ছিল, সেখানে আর একটি বিমান থাকায় মাঝ-আকাশে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।’ তিনি আরও জানান, ‘ওই বিমানে তার সঙ্গে বেশ কয়েকজন সাংসদ এবং বহু সাধারণ যাত্রী ছিলেন। এই ঘটনার পর সবাই আতঙ্কিত।’

বেণুগোপাল এক্স হ্যান্ডলে আরও লেখেন, ‘ক্যাপ্টেনের জরুরি অবতরণের সিদ্ধান্তে বিমানে থাকা সব যাত্রী নিরাপদ এবং সুরক্ষিত। এ বারে কপালজোরে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু প্রতি বার যাত্রীদের নিরাপদ এবং সুরক্ষা ভাগ্যের ওপর ছাড়া ঠিক নয়। আমার অনুরোধ, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা যেন তৎপর হয়। এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ঘটনার দ্রুত তদন্ত করা হোক।’

রোববার (১০ আগস্ট) মাঝ-আকাশে প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়ে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমান। বিমানটিতে বেণুগোপাল ছাড়াও ছিলেন  ইউডিএফের আহ্বায়ক আদুর প্রকাশ, প্রবীণ দুই কংগ্রেস নেতা কোডিকুনিল সুরেশকে ও কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর সাংসদ রবার্ট ব্রুস।

বেণুগোপালের পোস্টের পর, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়, ‘যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানের গতিপথ চেন্নাইয়ের দিকে করা হয়েছিল। এই বিমানবন্দরে প্রথমবার অবতরণের চেষ্টা করলে এটিসি সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলে। তবে, সেই সময়ে রানওয়তে অন্য কোনো বিমান ছিল না বলে দাবি সংস্থার।

বিমান সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়, এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সুপ্রশিক্ষিত পাইলটেরা বিমানে সব সময়ে ‘যথাযথ’ পদ্ধতি মেনে চলেছেন। আপনার এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

নতুন সিনেমা ‘সাইয়ারা’ নিয়ে উঠল নকলের প্রশ্ন! Aug 11, 2025
img
অনেক নিউজ ছাপালে হয়তো ওই মিডিয়া হাউজে হামলা হবে: মনজিল মোরসেদ Aug 11, 2025
img
যুক্তরাষ্ট্রে ফের হতে পারে ‘মহামন্দা’, ট্রাম্পের সতর্কবার্তা Aug 11, 2025
img
শুটিংসেটে শায়লা সাথীর গায়ে জুতা ছুড়লেন আরোহী মিম Aug 11, 2025
img
সাহসী লুকে ফের চমকে দিলেন দিশা পাটানি! Aug 11, 2025
img
প্রেমিকের যে বিষয়টি সবচেয়ে পছন্দ জয়ার Aug 11, 2025
img
নির্বাচনে তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ : স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 11, 2025
img
অতিরিক্ত আইজির পদে পদোন্নতি পেলেন ৭ পুলিশ কর্মকর্তা Aug 11, 2025
"গামিনির রাজ্য দখল, মাঠে পুঁইশাকের বাগান দেখে অবাক টনি হেমিং" Aug 11, 2025
ওসি প্রদীপের ফাঁসির তারিখ দ্রুত ঘোষণা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী Aug 11, 2025
img
ব্লকবাস্টারের ধারাবাহিকতায় হোঁচট খাচ্ছে বিজয় Aug 11, 2025
img
আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য: রাহুল গান্ধী Aug 11, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয় Aug 11, 2025
img
গোপালগঞ্জে ২ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ Aug 11, 2025
img
সিটির ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে নিতে আগ্রহী টটেনহাম Aug 11, 2025
img
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ Aug 11, 2025
img
যুব দিবস উপলক্ষ্যে ৪ হাজার ৯৮৫ জনকে ৪৭ কোটি টাকা যুব ঋণ দেবে সরকার Aug 11, 2025
img
এনসিপি নেতাকে শোকজ Aug 11, 2025
img
আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে: এ্যানি Aug 11, 2025
img
বোনকে সঙ্গে নিয়ে পানির ব্যবসা শুরু করলেন ভূমি পেডনেকার Aug 11, 2025