ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। এ সময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, শিব সেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ একাধিক বিরোধী দলের সংসদ সদস্যকে পুলিশ আটক করে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে আজ সোমবার সকালে দিল্লির কেন্দ্রীয় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভস্থলের ভিডিওতে দেখা যায়, বহু রাজনীতিবিদ ও কর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন। পুলিশ ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করছেন। পরিস্থিতি আরো নাটকীয় হয়, যখন তৃণমূল সাংসদ মিতালি বাগ আচমকা অজ্ঞান হয়ে পড়েন এবং রাহুল গান্ধী তাকে সাহায্য করেন।

দিনের শুরুতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশনের দপ্তরের পদযাত্রার পরিকল্পনা করেছিল।

কিন্তু পুলিশ আগেই পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে এবং প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করে। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে তাদের ঘেরাও করে আটক করা হয়। এই পরিস্থিতির জেরে লোকসভা ও রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

বিরোধীদের অভিযোগ — নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিবর্তন ও ভোট কারচুপির মাধ্যমে বিজেপিকে জেতাতে সক্রিয় ভূমিকা নিয়েছে।

গত বছরের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই এই অভিযোগ বাড়ছে। কংগ্রেস, শিব সেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) অভিযোগ করেছে, ভোটার তালিকায় হেরফের করে বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তারা দেখিয়েছে—ফেডারেল নির্বাচনে বিজেপির পরাজয়ের ছয় মাসের মধ্যেই মহারাষ্ট্রে অস্বাভাবিক হারে নতুন ভোটার যোগ হওয়া। একই ধরনের অভিযোগ কর্নাটকের লোকসভা নির্বাচন নিয়েও উঠেছে।

গত সপ্তাহে রাহুল গান্ধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে তথ্য-প্রমাণ দেখিয়ে দাবি করেন, ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতি হয়েছে।

তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানান—ভোটার তালিকার একটি খসড়া প্রকাশ করা হোক, যাতে বিরোধীরা ভুল খুঁজে বের করতে পারে।
বিক্ষোভ আরো তীব্র হয়, যখন নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া শুরু করে। যা রাজ্যের নির্বাচনের কয়েক মাস আগে চালু হয়। এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। 

আবেদনকারীরা অভিযোগ করেন, কমিশনের এই পদক্ষেপ তার ক্ষমতার বাইরে এবং সময়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত—যাতে বিরোধীদের ভোটব্যাংক বাদ দেওয়া যায়। এ ছাড়াও, ভোটার পুনঃযাচাইয়ের জন্য আধার বা কমিশনের নিজস্ব পরিচয়পত্রের মতো সাধারণ সরকারি আইডি বাতিল করায় বিতর্ক বাড়ে। সুপ্রিম কোর্ট অবশ্য ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া চালু রাখতে অনুমতি দেয়, তবে নির্দেশ দেয় যেন প্রকৃত ভোটারদের বাদ না দেওয়া হয় এবং যাদের বাদ দেওয়া হয়েছে তাদের আপিল করার যথেষ্ট সময় দেওয়া হয়।

নির্বাচন কমিশন সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগের জবাবে কমিশন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে—তিনি যেন সই করা হলফনামায় প্রমাণসহ তার দাবি জমা দেন।
সূত্র : এনডিটিভি

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
৫ লাখ চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বললেন, দুষ্টুমি করে বলেছি Aug 11, 2025
img
পাবলিক টয়লেট ব্যবস্থাপনা-স্বাস্থ্যবিধি সেবা উন্নয়নে সমঝোতা স্মারক সই Aug 11, 2025
img
ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের Aug 11, 2025
img
জুলাই ঘোষণা বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার Aug 11, 2025
img
‘ওয়ার ২’ তে ছয় সংলাপ পরিবর্তনের অনুমোদন সেন্সর বোর্ডের Aug 11, 2025
img
ঘুমধুম সীমান্তে রাতভর গুলির শব্দ, ফের সীমান্ত এলাকায় আতঙ্ক Aug 11, 2025
img
শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড, ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ Aug 11, 2025
img
অর্থঋণ মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের Aug 11, 2025
img
ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট: ইসি সানাউল্লাহ Aug 11, 2025
img
কুয়ালালামপুর বিমানবন্দরে ‘গার্ড অফ অনার’ পেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস Aug 11, 2025
ঘুমের মধ্যে যে আমল চলতে থাকে | ইসলামিক টিপস Aug 11, 2025
মৌচাকে অজ্ঞাত ২ মরদেহ পরিচয় জানালো প্রত্যক্ষদর্শী Aug 11, 2025
বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা: ৫ম দিনের মতো চলছে ‘ব্লকেড’ কর্মসূচি Aug 11, 2025
যেভাবে মৌচাকে খোঁজ মিললো অজ্ঞাত ২ মরদেহের Aug 11, 2025
img
ইরানের হাতে জব্দ বিদেশি ট্যাঙ্কার Aug 11, 2025
img
গ্ল্যামার আর নাচে বলিউড মাতানো জ্যাকুলিনের আজ জন্মদিন Aug 11, 2025
img
লাওস থেকে সরাসরি ছুটিতে যাচ্ছেন বাটলার Aug 11, 2025
img
ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে: সারজিস আলম Aug 11, 2025
img
জন্মদিনে অপূর্ণ স্বপ্নের কথা জানালেন জ্যাকলিন Aug 11, 2025
img
দ্রুতই বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম শুরু হবে: চসিক মেয়র Aug 11, 2025