বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আজ পা রাখলেন চল্লিশে। ১৯৮৫ সালের ১১ আগস্ট বাহরাইনে জন্ম নেওয়া এই শ্রীলঙ্কান সুন্দরী ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন।
এরপর একের পর এক হিট ছবিতে দর্শক মাতিয়েছেন তিনি- এর মধ্যে রয়েছে ‘কিক’, ‘রেস টু’, ‘হাউসফুল’ সিরিজ ও ‘জুড়ওয়া টু’। গ্ল্যামার, নাচের দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতিতে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন জ্যাকুলিন।
শারীরিক ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম ও স্বাস্থ্যকর জীবনযাপনও তার জনপ্রিয়তার বড় কারণ। বড়পর্দায় যেমন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টেও সমানভাবে সক্রিয় তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘হাউসফুল ৫’-এ দেখা গেছে এই তারকাকে, আর জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
কেএন/এসএন