বলিউডের জনপ্রিয় চরিত্র ‘প্রেম’ এবার পাচ্ছে নতুন চেহারা। রাজশ্রী প্রোডাকশনের কর্ণধার সুরজ বরজাতিয়ার আসন্ন পারিবারিক নাট্যধর্মী ছবিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। এই ছবিতে তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী শরবারি ওয়াঘ।
সুরজ বরজাতিয়া বরাবরই ভালোবাসা, সম্পর্ক আর পারিবারিক মূল্যবোধের গল্পে ভরপুর সিনেমা বানানোর জন্য পরিচিত। সালমান খানের হাত ধরে ‘হাম আপকে হ্যায় কৌন’ ও ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-তে যে ‘প্রেম’ চরিত্র বলিউডে অমর হয়ে আছে, এবার সেই চরিত্রের দায়িত্ব নিচ্ছেন আয়ুষ্মান। নতুন প্রজন্মের কাছে গল্পটি পৌঁছে দিতে এবার এর সঙ্গে যোগ হবে আধুনিকতার ছোঁয়া, তবে রাজশ্রীর চিরচেনা উষ্ণতা বজায় থাকবে।
নায়িকা হিসেবে শরবারি ওয়াঘের সংযোজন ছবির প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। নতুন জুটির রসায়ন, চেনা চরিত্রে নতুন আবহ এবং সুরজ বরজাতিয়ার স্বকীয় গল্প বলার ধারা—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।
এফপি/ টিএ