চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাকে শোকজ

চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে শোকজ করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা একটি চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মারফত আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম লেখেন, সাইফ পাওয়ারটেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটি শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জার কলে কথা বলতে দেখা যায়, যেটি আরেকটি ফোনের মাধ্যমে ভিডিও করা হয়। শুরুতে আফতাব হোসেন বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’ এ পাশ থেকে ‘হ্যাঁ’ জবাব দেন আফতাব।

কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন ‘পাঁচ’। এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে… তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’

নিজাম উদ্দিনের সঙ্গে কথা বলা আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে গত ৫ জুলাই নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছিলেন রিয়াজুল জান্নাত নামের এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী নেতা নিজাম উদ্দিন। এরপর নিজামকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাকে আবার সংগঠনে ফেরানো হয়।

সবশেষ গত ৯ আগস্ট এনসিপির চট্টগ্রাম মহানগরের কমিটি ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। ৩২ সদস্যের ওই কমিটিতে নিজামকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মেগা ১৫৭-এ পুলিশ কর্মকর্তা ভুমিকায় ভেঙ্কটেশ Aug 11, 2025
আল্লাহ যাদেরকে সবচেয়ে ভালোবাসেন | ইসলামিক জ্ঞান Aug 11, 2025
'আরমান মনসুর' চরিত্র নিয়ে নতুন ছবির আভাস দিলেন সিয়াম Aug 11, 2025
img
পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন: জেসমিন ভাসিন Aug 11, 2025
img
পে কমিশনের রিপোর্ট তৈরিতে যে দুটি বিষয় মাথায় রাখতে বললেন উপদেষ্টা Aug 11, 2025
‘যৌনতা নিয়ে লজ্জা মানে নিজেকে হারানো’ বললেন তামান্না ভাটিয়া Aug 11, 2025
মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, পেলেন গার্ড অব অনারও | Aug 11, 2025
img
‘সিরাজের খাদ্যাভাস অনুসরণ করা উচিত স্টোকস-ওকসদের’ Aug 11, 2025
img
শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত: হান্নান মাসউদ Aug 11, 2025
img
অনন্য গল্পে নতুন চরিত্রে হাজির হবেন স‌ত্য দেব Aug 11, 2025
img
সুষ্ঠু নির্বাচনের জন্য অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত র‌্যাব : ডিজি Aug 11, 2025
img
মঙ্গলবার ড. ইউনূসকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Aug 11, 2025
img
অভিযোগ এনে এনসিপি ছাড়লেন আরেক নেতা Aug 11, 2025
img
১৯ বছর বয়সেই টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড প্রোটিয়া পেসারের Aug 11, 2025
img
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু মঙ্গলবার Aug 11, 2025
img
আটকের দুই ঘণ্টা পর ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী Aug 11, 2025
img
‘ওয়াও, বাংলাদেশের রাজনীতিতে জেনারেশনাল পরিবর্তনের প্রমাণ পেলাম’ Aug 11, 2025
সরকারের সব উপদেষ্টার সততার উপর আস্থা ও সম্মান রাখে বিএনপি Aug 11, 2025
গ্রেফতার আতঙ্কে দেশ ছাড়ছেন মাসুদ কামাল? যা জানা গেলো Aug 11, 2025
img
সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় Aug 11, 2025