ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা মন্দিরা চক্রবর্তী। অল্প সময়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আরিফিন শুভর সঙ্গে দেখা গেছে নীলচক্র-তে।
এবার অভিনেত্রী জানালেন, আগামী ঈদেও সিনেমার পর্দায় দেখা যাবে তাকে।
সম্প্রতি একটি ইভেন্টে হাজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মন্দিরা। সেখানে নিজের আসন্ন সিনেমার কথা জানান তিনি। যদিও কবে আর কার সঙ্গে পর্দায় দেখা যাবে তা বিস্তারিত বলেননি অভিনেত্রী।
মন্দিরা বলেন, ‘এই মুহূর্তে ওইভাবে কিছু বলতে পারছি না খুলে। বাট এতোটুকু বলতে পারি এ বছর সিনেমা নিয়ে কাজের চাপ অনেক বেশি। পরের বছর কোন ঈদে আমি বলতে পারছি না, তবে ঈদে আবার আমার সিনেমা আসছে। দুই তিনটা কাজ নিয়ে অনেক বিজি।
আমি চাই ডিরেক্টর প্রডিওসারের মুখ থেকেই ঘোষণাটা আসুক। সেটাই বেটার।’
এসএন