রাজা হিন্দুস্তানি ছবির রোমান্টিক দৃশ্য। বলিউডের অন্যতম চুমুর দৃশ্য বলতে যে কটি প্রথম মাথায় আসে তার মধ্যে রাজা হিন্দুস্তানি-তে কারিশমা ও আমিরের চুম্বন অন্যতম। ছবিতে যা ঝড় তুলেছিল। বৃষ্টিভেজা রোমান্টিক চুমু, যা কয়েক মুহূর্তে পর্দায় এক অন্য আবেদন তৈরি করেছিল।
ঝড়ের গতিতে যা ভাইরাল আজও ভক্তদের হাতে হাতে, সেই চার মিনিটের চুমু শুট হয়েছিল টানা তিন দিন ধরে।
বিশ্বাস করতে অসুবিধা হলেও এটাই সত্যি। উটি-তে চলছিল এই শুটিং। ফেব্রুয়ারি মাস।
ঠিকঠাক শর্ট না মেলায় বারবার টেক হচ্ছিল এই চুমুর দৃশ্য। কিছুতেই মন ভরছিল না পরিচালকের।
একে শীতকাল, তার মধ্যে বৃষ্টিতে ভিজে উটিতে শুটিং একটা সময়ের পর রীতিমতো কাঁপতে থাকেন দুজনেই। তবে পরিচালক থামতে নারাজ।
উল্টো সামনে চলছিল পাখা। ফলে চরম অবস্থায় কাটে দুই তারকা। একটা সময় দুজনেই ক্লান্তভাবে ভাবতে শুরু করেন, কবে, কখন এই চুমুর দৃশ্যের শুটিং শেষ হবে! তবে সেই কঠিন পরিশ্রমের জন্যই এই দৃশ্য আজও বলিউডের আইকনিক হয়ে রয়ে গিয়েছে।
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। কাপুর পরিবারের তিনি প্রথম মেয়ে যিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন।
পরিবারের নিয়মের বিপরীতে প্রথম হেঁটেছিলেন। যা নিয়ে আজও আলোচনা চলে। একটা সময় কাপুর পরিবারের কোনো নারীদেরই অভিনয় করার অনুমতি ছিল না। তবে সবটা পাল্টে গিয়েছে প্রথম কারিশমা কাপুরের বলিউডে পা রাখায়। বর্তমানে আবারও অভিনয় জগতে ফিরেছেন কারিশমা।
এসএন