ভারতের দিল্লি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেবা ১ সেপ্টেম্বর থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বিমান চলাচল স্থগিত রাখার বিষয়টি জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বেশ কয়েকটি বিমানের সংস্কারের কাজ চলার কারণে এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানগুলোর মধ্যে বিশেষ করে বোয়িং ৭৮৭-৭ ড্রিমলাইনার বিমানটি এখন আকাশে উড়বে না।
এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় দীর্ঘ যাত্রাপথের বিমান পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে। সব দিক বিবেচনা করেই আপাতত দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
যে সব যাত্রী ইতিমধ্যেই ১ সেপ্টেম্বরের পর দিল্লি ও ওয়াশিংটনের এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করছে সংস্থাটি। বিকল্প পথে দিল্লি থেকে ওয়াশিংটন বা ওয়াশিংটন থেকে দিল্লি আসার ব্যবস্থা করা হয়েছে।
তবে যে সব যাত্রী সেই বিকল্পে রাজি নন, তাদের টিকিটের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দিল্লি থেকে সরাসরি ওয়াশিংটনের বিমান না থাকলেও নিউইয়র্ক, নেওয়ার্ক, শিকাগো ও সান ফ্রান্সিসকো হয়ে ওয়াশিংটন পৌঁছতে পারবেন যাত্রীরা।
উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনে গ্যাটউইকের উদ্দেশে রওনা হয়েছিল বিমান সংস্থাটির এআই ১৭১ ফ্লাইট। রানওয়ে ছাড়ার ৩২ সেকেন্ডের মধ্যে সেটি বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়।
আহমেদাবাদে দুর্ঘটনার শিকার বিমানটি বোয়িংয়ের ৭৮৭ মডেলের ছিল। দুর্ঘটনার পর পরই এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব বিমানে পরীক্ষা শুরু করেছিল কর্তৃপক্ষ।
কেএন/এসএন