আল্লু অর্জুন আর দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলির আসন্ন ছবি ‘এএ২২’ নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ যেন দিন দিন বাড়ছেই। গুঞ্জন বলছে, ছবির কাহিনিতে থাকবে এক আবেগঘন বোনের চরিত্র, যেটিতে অভিনয়ের জন্য একজন বর্ষীয়ান অভিনেত্রীকে ভাবা হচ্ছে।
এখানে আল্লু অর্জুনকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। জানা গেছে, ছবিতে তিনি তিনটি আলাদা শেডের চরিত্রে অভিনয় করবেন, যার মধ্যে থাকবে একটি নেতিবাচক রূপও। মাফিয়া পটভূমিতে নির্মিত এই কাহিনি হবে উত্তেজনা, নাটকীয়তা আর গভীর আবেগের মিশেল।
সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই ছবি এখন প্রি-প্রোডাকশনের প্রস্তুতিতে রয়েছে। পরিচালক অ্যাটলি নাকি ইতিমধ্যেই এক শক্তিশালী চিত্রনাট্যের খসড়া তৈরি করে ফেলেছেন। খুব শিগগিরই শুরু হবে ছবির নিয়মিত শুটিং। ভক্তদের আশা, এই জুটি বড়পর্দায় এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে, যা হয়তো দক্ষিণী সিনেমার আরেকটি স্মরণীয় সংযোজন হয়ে থাকবে।