ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, পরবর্তী যুদ্ধ হয়তো ধারণার চেয়েও শিগগির শুরু হতে পারে। শুধু সশস্ত্র বাহিনী নয়, সেই যুদ্ধে জয় পেতে নাগরিক, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও বিজ্ঞানীদের সম্মিলিত প্রস্তুতি প্রয়োজন হবে।
গত ৪ আগস্ট চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন জেনারেল দ্বিবেদী। তার বক্তব্যের একটি ভিডিও ভারতের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর প্রকাশ করেছে।
ভিডিওতে সেনাপ্রধানকে বলতে শোনা যায়, “যুদ্ধ শিগগিরই শুরু হতে পারে। সে অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ, এবার এই লড়াই হবে সম্মিলিতভাবে -সেনাবাহিনী, নাগরিক, বিজ্ঞানী, শিক্ষাবিদ সবাইকে নিয়ে।”
তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী যুদ্ধে প্রতিপক্ষ একা থাকবে না- তারা অন্য কোনো দেশের সহায়তাও পেতে পারে।
ভারতের ইতিহাসে আলোচিত ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ টেনে তিনি বলেন, সেই সামরিক অভিযানের সময় শত্রুপক্ষের চাল অনুমান করা ছিল কঠিন অনেকটা দাবা খেলার মতো।
“টেস্ট ম্যাচের মতো চতুর্থ দিনে খেলা থেমে গেলেও যুদ্ধ আরও দীর্ঘ হতে পারত,” যোগ করেন সেনাপ্রধান।
দ্বিবেদীর এই সতর্কবার্তা আসে এমন এক সময়ে, যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রে বসে হুঁশিয়ারি দেন, “পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ।”
পিএ/টিএ