বুমরাহ'র ওয়ার্কলোড কমাতে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের দুইটি ম্যাচে খেলানো হয়নি তাকে। যা আগে থেকেই নির্ধারিত ছিল। তবে এই সিরিজের জন্য বুমরাহকে শেষ আইপিএল না খেলানো উচিত ছিল বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজটি ২-২ ব্যবধানে ড্র করেছে ভারত। যেই দুই ম্যাচে বুমরাহ খেলেননি, সেই দুই ম্যাচেই জয় পেয়েছে গিলের দল। এরপর থেকেই আলোচনায় আসেন বুমরাহ।
৩ ম্যাচে ৫ ইনিংসে বুমরাহ তুলেছেন ১৪ উইকেট। তবে তাকে সব ম্যাচ খেলানো গেলে কি সিরিজটা জিততে পারত ভারত? ভারতের সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার তেমনটাই মনে করেন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে ভেংসরকার বলেছেন, বুমরাহকে আইপিএলে না খেলিয়ে বা কম খেলিয়ে ভারতের ইংল্যান্ড সফরের জন্য তরতাজা রাখা দরকার ছিল।
সাক্ষাৎকারে ভেংসরকার বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের গুরুত্ব ও তার (বুমরাহর) চোটপ্রবণ পিঠের কথা বিবেচনা করে, বিসিসিআই, নির্বাচক ও ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের উচিত ছিল বুমরাহকে ২০২৫ সালের আইপিএলে না খেলতে বলা। আইকনিক সিরিজটির জন্য সম্পূর্ণ ফিট ও সতেজ বুমরাহকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি প্রধান নির্বাচক হতাম, মুকেশ আম্বানি (মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক) ও বুমরাহকে বোঝাতাম যে, ইংল্যান্ড সিরিজের জন্য আইপিএলে না খেলা কিংবা অল্প কিছু ম্যাচ খেলা বুমরাহর জন্য গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, ওরা রাজি হয়ে যেত।’
দিলীপ আরও বলেন, ‘এমন সিরিজগুলো সম্ভবত চার বছরে একবার হয়। আমার মনে হয়, ২০২৭ সালের জানুয়ারির (অস্ট্রেলিয়ার বিপক্ষে) আগ পর্যন্ত ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলবে না। এটি ছিল যুগ যুগ ধরে চলা একটি সিরিজ এবং আমি আশা করেছিলাম বুমরাহকে প্রায় সব টেস্টেই পাওয়া যাবে। যদি এমনটা হতো, তবে আমরা সিরিজটি জিততে পারতাম।’
এখানে অবশ্য বুমরাহর দোষ দেখছেন না দিলীপ। তিনি বলেন, ‘মাঝেমধ্যে ম্যাচ মিস করায় ওকে দোষ দেয়া যায় না। মনে রাখতে হবে, ও পিঠের অস্ত্রোপচার করিয়েছে, পিঠটা এখনও ঝুঁকিপূর্ণ। ওকে সাবধানে ব্যবহার করতে হবে। দেশের জন্য ওর কমিটমেন্ট নিয়ে প্রশ্ন নেই। ভারতের হয়ে খেললে সবটুকুই উজাড় করে দেয় সে। আমি আশা করি ও পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবে।’
এমআর/টিকে