২০১৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের মামলায় মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালান হয়। ধোনির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে দুটি টিভি চ্যানেল এবং এক সাবেক পুলিশ অফিসারের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রায় এক যুগ পর সেই মামলায় সুফল পেতে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক।
গত ১১ আগস্ট মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে। ধোনির তারকা পরিচিতি এবং আদালতে তার সরাসরি উপস্থিতির কারণে জনসমাগম বা নিরাপত্তাজনিত সমস্যা এড়াতেই আদালত এক অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন।
২০১৪ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে ধোনির বিরুদ্ধে ভিত্তিহীন খবর প্রচারের জন্য জি মিডিয়া করপোরেশন, জি নিউজের তখনকার সম্পাদক সুধীর চৌধুরী, নিউজ নেশন নেটওয়ার্ক এবং তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সম্পদ কুমারের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা দায়ের করেছিলেন ধোনি।
ধোনির আইনজীবী পি আর রমন জানিয়েছেন, আসামী পক্ষের আইনজীবীদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ধোনি। তাকে অক্টোবরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে যখন খুশি ডাকা যাবে। যে কোন জিজ্ঞাসার জন্য প্রস্তুত ধোনি।
তবে ঠিক কবে ও কোথায় সাক্ষ্যগ্রহণ হবে, সেটা সব পক্ষের আলোচনায় নির্ধারিত হবে। আদালত জানিয়েছে, সাক্ষ্যগ্রহণ করবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, যিনি কোর্টের অফিসিয়াল তালিকায় অন্তর্ভুক্ত।
এমকে/টিকে