পান্নাকে নিয়ে কড়া সমালোচনা করলেন জাহেদ উর রহমান

সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান।

তিনি জানান, জেড আই খান পান্না শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে চেয়েছিলেন কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করেছে যেখানে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের জন্য তিনি আবেদন করেছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল মন্তব্য করেছে- ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।’ অর্থাৎ, ট্রাইব্যুনাল ইতিমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছে। এখন নতুন কাউকে সুযোগ দেওয়ার আর অবকাশ নেই।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জাহেদ উর রহমান আইনজীবী পান্নাকে নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘পান্নাকে আমরা মূলত ৫ আগস্টের পর থেকে চিনতে শুরু করেছি।

বলা যেতে পারে। তিনি একজন আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট। কেন এটা বলা হচ্ছে? কারণ, একজন প্রতিষ্ঠিত আইনজীবী যখন নিজের আইনজীবী পরিচয়ের বাইরে গিয়ে রাজনৈতিক অবস্থান থেকে বক্তব্য দেন, তখন এমন ধারণা হতেই পারে।’

জাহেদ উর রহমান বলেন, ‘একজন ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা ফেসবুকে ড. ইউনূসকে নিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন।

তখন তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই সময় পান্না এই বরখাস্তের কঠোর সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন এটি ওই কর্মকর্তার বাকস্বাধীনতা। কিন্তু একজন সরকারি কর্মচারী সংবিধান ও সরকারি চাকরি বিধিমালার আওতাধীন থাকেন। তারা যা পারেন, যা পারেন না, তার সুস্পষ্ট সীমাবদ্ধতা আছে। সেই কর্মকর্তার ফেসবুক পোস্টে যেভাবে সরকারের প্রধানকে আক্রমণ করা হয়েছিল, তা ছিল পরিষ্কারভাবে আইন ও নৈতিকতার লঙ্ঘন।

একজন সিনিয়র আইনজীবী যদি সেটাকে বাকস্বাধীনতা বলে রক্ষা করতে চান তাহলে হয় তার আইন বোঝার ঘাটতি আছে অথবা তিনি উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে পান্নাকে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া উচিত। আমি জানি না আইনের দৃষ্টিতে ট্রাইব্যুনাল যা বলেছে, সেটাই হয়তো যথাযথ। কিন্তু আমি মনে করি, বিশেষ বিবেচনায় হলেও যদি সম্ভব হয় তাহলে তাকে এই সুযোগ দেওয়া উচিত ছিল। শুধু পান্না নন বিশ্বের যেকোনো প্রথিতযশা আইনজীবী যদি শেখ হাসিনার পক্ষে লড়তে চান তাদের সুযোগ দেওয়া উচিত। কারণ, আমরা শেখ হাসিনার বিচারকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে চাই না।

তিনি আরো বলেন, ‘এই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার নেতৃত্বে জামায়াত নেতাদের বিচার হয়েছিল, তাদের অনেককে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এটা আদালতের রায় ছিল, তবে আমরা জানি, এক্সিকিউটিভ ডিভিশনের প্রভাব ছিল না- এমনটা বলা কঠিন। আজ শেখ হাসিনার বিচার হচ্ছে। আমরা চাই না কেউ এটা নিয়ে বলুক, শেখ হাসিনার পক্ষের ভালো আইনজীবীকে সুযোগ দেওয়া হয়নি। কারণ অনেক সাধারণ মানুষ আইনি প্রক্রিয়া বোঝেন না। তখন তারা ধরে নিতে পারেন, এটা সরকারের ষড়যন্ত্র।’

জাহেদ উর রহমান বলেন, বিশেষ বিবেচনায় হলেও যদি আইনি কাঠামোর মধ্যে সম্ভব হয় পান্নাকে শেখ হাসিনার পক্ষে লড়ার সুযোগ দেওয়া উচিত। আমরা চাই, বিচার যেন স্বচ্ছ হয়, প্রশ্নবিদ্ধ না হয়। শেখ হাসিনার বিরুদ্ধে যদি তথ্য-প্রমাণ শক্তিশালী হয় তাহলে শাস্তি হওয়াটা সময়ের ব্যাপার। সেটা ঠেকাতে কেউ পারবে না। কিন্তু বিচার প্রক্রিয়ায় যেন কোনো প্রশ্ন না ওঠে সেই স্বচ্ছতা বজায় রাখা জরুরি।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ Aug 13, 2025
img
বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ সরঞ্জাম, ভারতীয়সহ আটক ৪ Aug 13, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ Aug 13, 2025
img
পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Aug 13, 2025
img
রজনীকান্ত-হৃতিকের সিনেমার সঙ্গে দশ বছর পর নতুন রূপে ফিরছে ‘বাহুবলি’! Aug 13, 2025
img
সংক্রান্তিতে বক্স অফিসে দেখা যাবে প্রভাস-বিজয়ের জমজমাট প্রতিদ্বন্দ্বিতা! Aug 13, 2025
নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতির সূচি ঘোষণা! Aug 13, 2025
‘বাচ্চা আছে, তাই সাবধান’ স্পষ্ট জানালেন সালমান খান! Aug 13, 2025
দেশে ‘ফাইভ জি’ চালুর জন্য মালয়েশিয়ান টেলিকমকে ড. ইউনূসের আহ্বান Aug 13, 2025
মাবরুর রশিদ বান্নাহর বক্তব্য শুনে হাততালি দিলেন তারেক রহমান! Aug 13, 2025
কেয়া কসমেটিক্সের খেলাপি ঋণ ও রপ্তানি আয় নিয়ে চার ব্যাংকের বিরোধ Aug 13, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 13, 2025
img
রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাবে শীর্ষে জামায়াত Aug 13, 2025
আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, যা বললেন বিচারক Aug 13, 2025
তরুনদের নিয়ে যা বললেন এনসিপির আহবায়ক নাহিদ Aug 13, 2025
img
মহেশপুর সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি Aug 13, 2025
img
সাদা পাথর নজিরবিহীন লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন Aug 13, 2025
img
দলের কর্মীকেই ধাক্কা জয়া বচ্চনের, নিন্দা কঙ্গনার! Aug 13, 2025
img
নাইরোবি বিমানবন্দরে যাত্রাবিরতিতে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস Aug 13, 2025
img
আগাম টিকেট বিক্রিতে ঝড় তুলেছে ‘ওয়ার ২’, দিনে ৫৪ শো Aug 13, 2025