সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে নজিরবিহীন পাথর লুটপাটে অনেকটা পাথরশূন্য হয়ে যাওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তারপর আমরা তদন্ত কমিটি গঠন করেছি।বিষয় পর্যালোচনার জন্য একটা সভা আহ্বান করেছি। আমাদের অভিযান তো চলমান আছে। গতকাল টাস্কফোর্সের অভিযান হয়েছে। আগামীতেও হবে।’
তিনি আরও বলেন, ‘সাদা পাথর ও জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে বালু-পাথর উত্তোলনের ঘটনায় বুধবার (১৩ আগস্ট) জরুরি সমন্বয় সভার আহ্বান করা হয়েছে। সভায় বিস্তারিত আলোচনা করা হবে।‘
প্রসঙ্গত, সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে অবাধে অনেকটা প্রকাশ্যে লুটপাট চলে আসছিল। সম্প্রতি বেপরোয়া পাথর লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথরশূন্য হয়ে পড়েছে।
বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় বইছে।
এদিকে এরকম পরিস্থিতিতে গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করেছে বিএনপি।
কেএন/এসএন