বিএনপি কখনো দখলের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অয়োজিত জনসভায় তিনি বলেন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেই বিএনপি রাজনীতি করে।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে সম্পন্ন করেছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আস্থার কারণেই মানুষ বিএনপির কাছে ছুটে আসে। বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না।
তিনি বলেন, আমি কুয়াকাটায় পাঁচবার রাজনৈতিক সভায় অংশ নিতে এসে হামলা ও মামলার শিকার হয়েছি, তখন জনগণের কথা বলার সুযোগও পাইনি।
নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনো নেতাকর্মীর অন্যায় প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদার।
সভায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা পৌরসভা এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
কেএন/এসএন