রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে সদর ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ও দৌলতদিয়া ২নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৫৩), ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মো. মমিনুল ইসলাম (৩৫), দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব তোরাপ আলী মোল্লার ছেলে নুরুল ইসলাম মোল্লা (৫৭), ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (৫১) ও রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফিজুর রহমান ওরফে মোস্তফা মেম্বার (৪৮)।

জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লাকে দৌলতদিয়া বাস কাউন্টারের সামনে থেকে ও ছোট ভাকলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া এর আগে সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গলির মাথা থেকে মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, মঙ্গলবার ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার মাজেদ মন্ডল, মমিনুল ইসলাম, নুরুল ইসলাম মোল্লা ও মো. সাইদুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।

রাজবাড়ী সদর থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী শহরের বড়পুল গোলচত্বরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আহত রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় গত বছরের ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনকে আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি একজনকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ সরঞ্জাম, ভারতীয়সহ আটক ৪ Aug 13, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ Aug 13, 2025
img
পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Aug 13, 2025
img
রজনীকান্ত-হৃতিকের সিনেমার সঙ্গে দশ বছর পর নতুন রূপে ফিরছে ‘বাহুবলি’! Aug 13, 2025
img
সংক্রান্তিতে বক্স অফিসে দেখা যাবে প্রভাস-বিজয়ের জমজমাট প্রতিদ্বন্দ্বিতা! Aug 13, 2025
নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতির সূচি ঘোষণা! Aug 13, 2025
‘বাচ্চা আছে, তাই সাবধান’ স্পষ্ট জানালেন সালমান খান! Aug 13, 2025
দেশে ‘ফাইভ জি’ চালুর জন্য মালয়েশিয়ান টেলিকমকে ড. ইউনূসের আহ্বান Aug 13, 2025
মাবরুর রশিদ বান্নাহর বক্তব্য শুনে হাততালি দিলেন তারেক রহমান! Aug 13, 2025
কেয়া কসমেটিক্সের খেলাপি ঋণ ও রপ্তানি আয় নিয়ে চার ব্যাংকের বিরোধ Aug 13, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 13, 2025
img
রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাবে শীর্ষে জামায়াত Aug 13, 2025
আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, যা বললেন বিচারক Aug 13, 2025
তরুনদের নিয়ে যা বললেন এনসিপির আহবায়ক নাহিদ Aug 13, 2025
img
মহেশপুর সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি Aug 13, 2025
img
সাদা পাথর নজিরবিহীন লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন Aug 13, 2025
img
দলের কর্মীকেই ধাক্কা জয়া বচ্চনের, নিন্দা কঙ্গনার! Aug 13, 2025
img
নাইরোবি বিমানবন্দরে যাত্রাবিরতিতে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস Aug 13, 2025
img
আগাম টিকেট বিক্রিতে ঝড় তুলেছে ‘ওয়ার ২’, দিনে ৫৪ শো Aug 13, 2025
img
যার জন্য অর্জন নস্যাৎ হয় তাকে দলের সদস্য করবেন না : আবু সুফিয়ান Aug 13, 2025