আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ওয়ার ২’ সিনেমা, যা নিয়ে দেশের বিনোদন মহলে ইতোমধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত এই সিনেমাটির প্রচার এবং প্রদর্শনের জন্য যশ রাজ ফিল্মস একটি উচ্চ মাত্রার পরিকল্পনা নিয়েছে। তারা দেশের একক হলে নির্দেশ দিয়েছে শুধুমাত্র ‘ওয়ার ২’ সিনেমাটির শো চালানোর জন্য।
দু’স্ক্রিন বিশিষ্ট সিনেমাহলে প্রতিদিন ন্যূনতম ১২টি শো দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাল্টিপ্লেক্স হলে শোর সংখ্যা আরও বাড়ানো হয়েছে, যেখানে তিন স্ক্রিনে ১৮টি, পাঁচ স্ক্রিনে ২৭টি, সাত স্ক্রিনে ৩৬টি এবং দশ বা তার বেশি স্ক্রিনে প্রতিদিন ৫৪টি শো চলবে।
এর পাশাপাশি যশ রাজ ফিল্মস ‘পুষ্পা ২’র মতো মেগাব্লকবাস্টার মূল্যে টিকিট বিক্রির নির্দেশনা দিয়েছে, যা সিনেমার প্রতি ভক্তদের উৎসাহকে আরও বাড়িয়ে তুলেছে। শনিবার থেকেই শুরু হওয়া আগাম টিকেট বুকিং-এ প্রচুর দর্শক অংশগ্রহণ করছেন, যা থেকে স্পষ্ট যে ‘ওয়ার ২’ হবে এই বছরটির অন্যতম বড় সাফল্য।
চলচ্চিত্রটির ব্যাপক প্রদর্শন পরিকল্পনা এবং প্রিমিয়াম মূল্যের টিকিট কৌশল হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর-র ভক্তদের মাঝে উত্তেজনার মাত্রা দ্বিগুণ করেছে। সিনেমাটি মুক্তির আগেই দেখানোর জায়গা এবং দর্শক সাড়া পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক চিত্র ফুটে উঠেছে।
শিল্পী ও নির্মাতারা আশা করছেন, এই ব্যাপক পরিসরে শো চালানোর সিদ্ধান্ত সিনেমাটির বক্স অফিসে সফলতা এনে দেবে এবং দর্শকরা একসঙ্গে একাধিক প্রদর্শনী উপভোগ করতে পারবেন। ‘ওয়ার ২’ এখন থেকে বাংলাদেশের বিনোদনপ্রেমীদের মুখে মুখে আলোচিত বিষয় হয়ে উঠেছে।
কেএন/এসএন