নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, একটা জিনিস এই প্রেস সচিবকে বুঝতে হবে একটা রাষ্ট্র আইন দিয়ে চলে। ১৫ আগস্ট পালন করতে গেলে ব্যবস্থা নেওয়া হবে— প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এই মন্তব্যে প্রসঙ্গে তিনি একথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে যখন লিফলেট বিলি করছিল তখন প্রেস সচিব সংবাদ সম্মেলন করে বলেছিলেন—লিফলেট বিলি করলেই করলেই গ্রেপ্তার হবে। আমার প্রশ্ন ছিল কেন গ্রেপ্তার হবে? এখন যেমন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইন হয়েছে সন্ত্রাস দমন আইনে, এখন আপনি সেটা বলতে পারেন।
আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ যদি অন্য কোথাও ১৫ আগস্ট পালন করে, সেটা করা যাবে না বলাটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক মন্তব্য হবে।
তিনি বলেন, একটা অর্ডিনেন্স তৈরি করতে বেশি সময় লাগে না। প্রয়োজনে আইন তৈরি করেন যে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার ঘটনায় কোন রকম কোন আনুষ্ঠানিকতা করা যাবে না। এই আইন নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আপনি যখন আইনের ভিত্তিতে করবেন তখন অন্তত বলতে পারবেন যে আপনি আইন মেনে করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে তাকে পরাজিত করেছি কারণ আমরা চেয়েছি বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে যাবে, আইনের মধ্যে যাবে। আমি পছন্দ করি না এমন কিছুও যদি কেউ আইন না ভেঙ্গে করে, তার সঙ্গে আমার সহনশীল থাকতে হবে। এটাই তো শিক্ষা ছিল।
ইউটি/এসএন