রাজধানীর গুলশান থানার প্রতারণা ও জালিয়াতির পাঁচ মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক এ আদেশ দেন।
গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থানার ৪ নম্বর রোডের একটি ভবনের নিচতলা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে গত ৩০ জুলাই বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এমআর/টিএ