জম্মুর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্র্যাফিক আইন ভঙ্গের ঘটনায় গাড়ি আটকে দেওয়া হলো বলিউড তারকা অক্ষয় কুমারের। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে রাস্তা থেকেই অভিনেতার গাড়ি থামিয়ে দেন ট্র্যাফিক পুলিশ।
জম্মু ট্র্যাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, ‘‘আইন সবার জন্য সমান। এই গাড়ির কাচ কালো করা, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। গাড়িটি আটক করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
পুলিশ সূত্রে জানা গেছে, অক্ষয়ের গাড়িতে এমন কালো কাচ বসানো ছিল, যাতে বাইরে থেকে ভেতর দেখা সম্ভব নয়। এটি ট্র্যাফিক আইনের পরিপন্থী। তাই দ্রুত কাচ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ির মালিক যিনিই হোন, আইন তার নিজস্ব পথে চলবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ ঘটনায় অক্ষয় কুমারকে জরিমানাও গুনতে হতে পারে। তবে ঘটনার কারণে অভিনেতার কাজে ব্যাঘাত ঘটেনি। তিনি পুলিশের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এসএন