ট্রাম্পকে নোবেলের জন্য দুইবার মনোনয়ন দেওয়া উচিত, মোদির প্রতি জন বোল্টনের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এটি ছিল ‘দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভুল’ এবং এটি অপ্রয়োজনীয়ভাবে ভারতকে ক্ষুব্ধ করেছে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন নয়াদিল্লির ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রুশ তেল কেনার জন্য ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্কও রয়েছে। বোল্টনের মতে, এই পদক্ষেপ ‘উল্টো ফল বয়ে আনা’ এবং দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

ট্রাম্প নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ভারত রাশিয়ার যুদ্ধ দীর্ঘায়িত করতে সহায়তা করছে। তার দাবি, ‘ভারত বিপুল পরিমাণ রুশ তেল কিনছে এবং এর বড় অংশ বিশ্ববাজারে বিক্রি করে বিপুল মুনাফা করছে। তারা পাত্তা দিচ্ছে না ইউক্রেনে রাশিয়ার যুদ্ধযন্ত্র কত মানুষ হত্যা করছে।’

যদিও চীনও রুশ তেল কিনছে, বোল্টন বলেন, বেইজিংয়ের বিরুদ্ধে এমন শুল্ক বা দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তার মতে, ‘ইউক্রেনে যুদ্ধবিরতির প্রচেষ্টায় ট্রাম্পের হাতে ভুগেছে একমাত্র ভারত।’

এপ্রিল মাসে চীনের সঙ্গে সংক্ষিপ্ত শুল্কযুদ্ধে জড়ালেও, যেখানে সর্বোচ্চ ১৪৫ শতাংশ হারে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, পরে তিনি বেইজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ বাড়াননি। বরং ভারতই তার সাম্প্রতিক বাণিজ্যিক আঘাতের প্রধান লক্ষ্যবস্তু হয়ে ওঠে।

এর আগে বুধবার ট্রাম্প আসন্ন আলাস্কা বৈঠক নিয়ে সংবাদমাধ্যমের সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তার দাবি, ‘রাশিয়ার সঙ্গে চুক্তিতে আমি যদি মস্কো আর লেনিনগ্রাদ বিনামূল্যে পেতাম, তাহলেও মিডিয়া সমালোচনা করত।’ তিনি সাবেক কর্মকর্তাদের উদ্ধৃতি প্রচার করা মিডিয়াকেও আক্রমণ করেন এবং জন বোল্টনকে ‘বোকার মতো’ বলে অভিহিত করেন। বোল্টন এর আগে বৈঠকটিকে ‘পুতিনের বড় জয়’ বলে মন্তব্য করেছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন বলেন, ভারতের ওপর শুল্ক আরোপের এই ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে। তার ভাষায়, ‘হোয়াইট হাউস গত ৩০ দিনে ভারতের সঙ্গে যেভাবে আচরণ করেছে, সেই ভুল থেকে আস্থা পুনরুদ্ধার করতে অনেক সময় লাগবে।’

পাকিস্তান প্রসঙ্গ টেনে ট্রাম্পকে বিদ্রূপ করে বোল্টন বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার ও সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পকে সামলানোর আরও ভালো কৌশল বের করছেন। ‘আমার একটাই প্রস্তাব- মোদির উচিত ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য দুইবার মনোনয়ন দেওয়া।’

গত জুনে ইসলামাবাদ ঘোষণা দেয়, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেবে তারা। পাকিস্তানের দাবি, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে ‘সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ’ করেছেন ট্রাম্প। এই ঘোষণা পাকিস্তান সরকারের সরকারি এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়।

সূত্র: এনডিটিভি।

Share this news on:

সর্বশেষ

img
রংপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার Aug 15, 2025
img
নেইমারের বাসায় বাজছে জুনায়েদ ইভানের গান Aug 15, 2025
img
সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় জায়গা পেল বাংলাদেশের দুই সিরিজ Aug 15, 2025
img
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল Aug 15, 2025
img
মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে Aug 15, 2025
img
স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলন: রনি, কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ Aug 15, 2025
img
মানিকগঞ্জে সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬ Aug 15, 2025
img
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না : রুক্মিণী Aug 15, 2025
img
‘আমি গৃহবন্দি’, জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট Aug 15, 2025
img
দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা কখনো ছিল না: এ্যানি Aug 15, 2025
img
নেতা থেকে তিনি হয়ে উঠলেন স্বৈরাচার মুজিব : রিফাত Aug 15, 2025
‘শেখ মুজিবুর রহমান জাতির জনক না’ Aug 15, 2025
অযাচিত মুজিব বন্দনা ছিলো পতিত রেজিমের সবচেয়ে বড় অস্ত্র: মহিউদ্দিন খান Aug 15, 2025
img
টি-টোয়েন্টিতে শিষ্যরা এখন প্রায় ধারাবাহিক, হিসাব বাকি ওয়ানডেতে: সালাউদ্দিন Aug 15, 2025
'সরকারি দল এনসিপি সবচেয়ে বেশি বি'শৃ'ঙ্খলা করছে' Aug 15, 2025
আমাকে টাকা দেন, ১ কোটি লোকের সমাবেশ করে দেখাবো’ Aug 15, 2025
‘তারেক রহমান দেশকে গণতন্ত্রের দিকে পরিচালনা করবেন Aug 15, 2025
img
'হিলাল-ই-ইমতিয়াজ' পুরস্কার পাচ্ছেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি Aug 15, 2025
বাইডেন পুত্রের বিরুদ্ধে মেলানিয়ার আইনি পদক্ষেপ Aug 15, 2025
গৃহবধূ থেকে রাজনীতিতে উত্থান, দেশে ও বিশ্বমঞ্চে খালেদা জিয়ার নেতৃত্ব Aug 15, 2025