জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে সিনেমা বানাচ্ছেন এই সময়ের অন্যতম পরিচালক রায়হান রাফী। ‘আন্ধার’ নামের এ সিনেমাটি ভৌতিক গল্প নিয়ে নির্মিত হবে। এবার জানা গেল সিনেমাতে সিয়ামের বিপরীতে দেখা যাবে নাজিফা তুষি।
নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন তিনি। এরপর আবার অন্তরালে। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তার।
তবে দুটি সিনেমায় তার অভিনয়ের কথা জানা গেছে। একটা ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, অন্যটি এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। এবার জানা গেল ‘আন্ধার’ সিনেমায় অভিনয়ের কথা।
আন্ধার সিনেমায় সিয়াম ও তুষির অভিনয়ের কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই এখনই এ সিনেমা নিয়ে কথা বলতে নারাজ সিয়াম ও তুষি। তবে সিয়াম ও তুষির সঙ্গে যোগাযোগ করলে কেউ যুক্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেননি।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণার পরেই নতুন এই সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলতে চান তারা। জানা গেছে, শিগগির সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার অভিনয়শিল্পীদের নাম।
জানা গেছে সিনেমাটি তৈরি হচ্ছে দুই ব্যান্ড তারকা অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর লেখা গল্পে। তাদের সঙ্গে গল্প লিখেছেন আদনান আদিব খান।
এফপি/এসএন