চীনের শীর্ষ কূটনীতিক ও সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী প্রার্থী লিউ জিয়ানচাওকে বিদেশ সফর শেষে ফেরার পর আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, জুলাইয়ের শেষ দিকে একটি বিদেশ সফর থেকে বেইজিংয়ে ফেরার পর লিউকে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে অবগত সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
তবে কেন তাকে আটক করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এছাড়া চীনা সরকারের গণমাধ্যম সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়া স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস এবং চীনা কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল লিয়াজোঁ ডিপার্টমেন্ট, মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।
৬১ বছর বয়সী লিউ কমিউনিস্ট পার্টির সেই সংস্থার নেতৃত্বে ছিলেন, যা বিদেশি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। ২০২২ সালে এ পদে আসার পর থেকে তিনি ২০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন এবং ১৬০টিরও বেশি দেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জুলাই মাসের শুরুতে লিউ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানের বিরুদ্ধে ‘সংঘর্ষ ও দ্বন্দ্ব উসকে দেওয়ার’ অভিযোগ আনেন। তিনি বলেন, চীনকে মোকাবেলায় মার্কিন মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধির আহ্বান একটি উসকানিমূলক পদক্ষেপ।
লিউর সর্বশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল ২৯ জুলাই আলজেরিয়ায়। এর আগে তিনি আফ্রিকার কয়েকটি দেশ, সিঙ্গাপুরসহ বিভিন্ন স্থানে বৈঠক করেন।
পিএ/এসএন