অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।
তবে শামীমা নূর পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লা ভুইয়া জানিয়েছেন, আসামিরা ইতিমধ্যে আদালতের দেওয়া সাজা ভোগ করেছেন।
এমকে/টিএ