রাত পোহালেই ফের বড়পর্দায় জমতে চলেছে বলিউড ও দক্ষিণী সিনেমার লড়াই। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড তারকা হৃতিক রোশন অভিনীত মেগাবাজেট অ্যাকশন ছবি ‘ওয়ার ২’। এই ছবিতে হৃতিকের সঙ্গে পর্দা ভাগ করবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। দুই শিল্পীর যুগলবন্দি দেখার অপেক্ষায় উত্তেজনায় ভরপুর দর্শক-ভক্তরা।
তবে একই দিনে মুক্তি পাচ্ছে রজনীকান্ত ও আমির খান অভিনীত ‘কুলি’। ফলে উত্তর ভারতের মাল্টিপ্লেক্স বাজারেও তৈরি হয়েছে প্রতিযোগিতার আবহ। বলিমহলে গুঞ্জন ছিল, আমির খান নাকি উত্তর বলয়ের প্রেক্ষাগৃহগুলোতে আধিপত্য বিস্তারের জন্য আগেই প্রস্তুতি শুরু করেছেন। যদিও আমিরের পক্ষ থেকে এ গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে দর্শকদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন হৃতিক রোশন। তিনি অনুরোধ জানিয়েছেন, কেউ যেন ছবির দৃশ্য মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিয়ে ‘স্পয়লার’ না দেন। প্রযোজক যশরাজ ফিল্মসের অ্যাকশনধর্মী গোয়েন্দা ছবিগুলোর প্রতি দর্শকের কৌতূহল বরাবরই বেশি থাকে। শাহরুখ খান, সালমান খান ও হৃতিক রোশনের মতো তারকাদের একাধিক জনপ্রিয় ছবি এ ধারার অংশ।
প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘ওয়ার ২’-তে সেন্সরের কাঁচিও পড়েছে। জানা গেছে, ভারতের সেন্সর বোর্ড ছবির ছয়টি অংশে পরিবর্তন এনেছে। অনুপযুক্ত সংলাপ, কুরুচিকর অঙ্গভঙ্গি এবং ৯ সেকেন্ডের যৌন আবেদনমূলক দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এমনকি কিয়ারা আডবানির বিকিনি পরিহিত একটি দৃশ্য নিয়েও আপত্তি তোলে সেন্সর বোর্ড। সবশেষে ছবিটিকে ইউ/এ সনদ প্রদান করা হয়েছে।
‘ওয়ার ২’ আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। অ্যাকশন, রোমাঞ্চ আর চমকপ্রদ ভিএফএক্সে ভরপুর এই ছবি নিয়ে ইতোমধ্যেই টিকিট অগ্রিম বিক্রিতে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।
এমকে/টিএ