এক সময়ের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত মুহূর্ত থেকে শুরু করে গসিপ- নানাকিছু নিয়ে ভক্তদের মাঝে আলোচনা করেন তিনি।
সম্প্রতি ফেসবুকে বাবা-মায়েদের উদ্দেশে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রভা। তার অনুরোধ, নিজ সন্তানকে নিয়ে যেন কেউ অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা না করেন।
এক পোস্টে প্রভা লিখেছেন, ‘ছোট্ট একটা অনুরোধ করি, নিজের সন্তানকে নিয়ে কখনও অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না। এমনকি আপনার আপন ভাই-বোন, বাবা-মা বা ঘনিষ্ঠ কারও সাথেও না। একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে, যখন সে জানতে পারে তার বাবা-মা অন্যের কাছে তার সমালোচনা করে, নেগেটিভ কথা বলে, তাকে নিয়ে হতাশা প্রকাশ করে!’
প্রভা লেখেন, ‘আজ যার কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন, সেই মানুষটিও হয়তো নিজের সন্তান নিয়ে আরও বেশি হতাশ। কিন্তু সে কখনও তা প্রকাশ করে না, কারণ সে জানে নিজের সন্তানকে অন্যের সামনে ছোট করা এক ধরনের নির্মমতা।’
প্রভার মতে, সন্তানদের শুধরে দেওয়ার অনেক পথ আছে তবে সেই পথ যেন ভালোবাসা আর সম্মানের হয়। তার ভাষায়, ‘প্রকাশ্যে নয়, ভেতরে ভেতরে শক্তি দিন।’
বর্তমানে প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানকার একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের নতুন ক্যারিয়ার গড়ে তুলছেন। তবে অভিনয়ে এখন আর আগের মতো সক্রিয় নন এই তারকা।
এমকে/টিএ