জাতীয় নাগরিক কমিটির কোনো পদে না থেকেও নীলা ইসরাফিল নিজেকে কেন্দ্রীয় নেত্রী হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ ওঠেছে। এছাড়াও ফোনালাপসহ নানা বিষয়ে দেশব্যাপী আলোচনায় আসেন অভিনেত্রী নীলা ইসরাফিল। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষারের সঙ্গে ফোনালাপকে কেন্দ্র করে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন, যদি তিনি কোন পদ থেকে পদত্যাগ করেছেন তা উল্লেখ করেননি। এনসিপি নেতারাও জানিয়েছেন, নীলা ইসরাফিল এনসিপির কোনো পদে ছিলেন না।
জাতীয় নাগরিক পার্টির নেতাদের অভিযোগ, দলকে বিতর্কিত করতে নীলা ইসরাফিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য দিচ্ছেন।
এক বিশেষ সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার এসব কথা বলেন।
টিকে/