কবরে ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছাড়া হয়েছিল : তৌসিফ মাহবুব

নির্মাতা ভিকি জাহেদ ফিরছেন নতুন নাটক ‘খোয়াবনামা’ নিয়ে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে—কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি। ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই আলোচনায়। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো ‘কবরের আজাব’-ধাঁচের আতঙ্কের স্মৃতিও উসকে দিচ্ছে দর্শকদের মনে।

নির্মাতা হিসেবে ভিকি জাহেদ বরাবরই হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত। যার ফলে তার আসন্ন নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে।

এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব।

তিনি জানান, কবরে রাত ৩টার সময় শুতে হয়েছে তাকে। এমনকি জলজ্যান্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার ওপরে। তৌসিফ বলেন, ‘ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে যে, একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়।



আমি একটা লাশ হয়ে কবরে শুয়েছি। এর আগে আমি একটা লাশ হয়ে গাড়িতে শুয়েছিলাম। তখনই একটা অদ্ভুত ফিল হয়েছিল যে আমরা যদি কখনো লাশ হয়ে যাই তাহলে কেমন হতে পারে? অভিনয় করতে গিয়ে তো কত রকম চরিত্রে করি। লাশের চরিত্রগুলো করতে গিয়ে আমি ভয় পাই সব সময়। তার মধ্যে যখন কবরে শুয়ে কবর থেকে আমি মানুষগুলোকে দেখছি, আমি মরে গেলে তো একদিন আমাকেও এভাবে মাটি দেওয়ার প্রিপারেশন নেবে। এটাই সত্যি, এটাই বাস্তব।’

তৌসিফ বলেন, ‘শুটিংয়ে তো আমাকে মাটি দেওয়া হলো না। আমার ওপরে ৬টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনটা বুকের ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপরে। আমার চরিত্রটা ছিল লাশের। তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারব না। যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই। কারণ ইউনিটের সবাই দূরে ছিল। শুধু সাপের বেদিনি আমার কাছে ছিল সাপ নিয়ে। সেভাবেই আর কি শুটিংটা করেছি। আমি একসাথে কবর, সাপ এবং কবরের আজাব—যা-ই বলেন, সেটার ভয় পার করতে পেরেছি।’

শুটিংয়ে সাপ ছিল না, গ্রাফিকস দিয়ে এমন দৃশ্য করা হয়েছে, এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তৌসিফ আরো বলেন, ‘অনেকেই বলছে এটা গ্রাফিকস। কোনো সাপ নেই। তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। আমার কাছে ভিডিও আছে। আপনারা চাইলে আপ দিয়ে দেব সেটা।’

ইউটি/এসএন



Share this news on:

সর্বশেষ

img
অবৈধ সম্পদ অর্জন ও পাচারে জয়ের বিরুদ্ধে দুদকের মামলা Aug 14, 2025
img
ট্রাম্পের ‘আন্তরিক প্রচেষ্টার’ প্রশংসা করলেন পুতিন Aug 14, 2025
img
নীলা ইসরাফিলকে নিয়ে এনসিপি নেতা সারোয়ার তুষারের বক্তব্য Aug 14, 2025
img
চঞ্চল চৌধুরী আমার ছোট না হলে পায়ে হাত দিয়ে সালাম করতাম : প্রসেনজিৎ Aug 14, 2025
img
মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হলো রজনীকান্তের ‘কুলি’ Aug 14, 2025
img
মেলবোর্নের রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি Aug 14, 2025
img
অক্টোবরে যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা Aug 14, 2025
img
অস্ট্রেলিয়ায় বড় পরাজয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ Aug 14, 2025
img
জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন Aug 14, 2025
img
স্লিভলেস ড্রেসে আবেদনময়ী লুকে ধরা দিলেন অভিনেত্রী ভাবনা Aug 14, 2025
img
বুর্জ খলিফায় ভারত-পাকিস্তানের পতাকা, কত খরচ হবে দুই দেশের? Aug 14, 2025
গুলশানের ঘটনায় কোন উপদেষ্টা জড়িত কিনা তদন্ত করার আহ্বান সালাহউদ্দিন আহমেদের Aug 14, 2025
বেলারুশ-রাশিয়ার একযোগে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া Aug 14, 2025
২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে আমার কখনো দেখা হয়নি Aug 14, 2025
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প Aug 14, 2025
শাকিব খান কেন্দ্রিক জল্পনা উড়িয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক স্ট্যাটাস Aug 14, 2025
সুপার কাপের রোমাঞ্চ: পিএসজির পঞ্চম ট্রফি, টটেনহামের হতাশা Aug 14, 2025
রাগ নিয়ন্ত্রণের সেরা কৌশল Aug 14, 2025
img
ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে : রাকিব Aug 14, 2025
img
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি Aug 14, 2025