আইপিএলে টানা দুই আসর ধরে লক্ষ্ণৌয় সুপার জায়ান্ট (এলএসজি) দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় সাবেক ক্রিকেটার জহির খান। সর্বশেষ এলএসজি এর সূত্র মতে, জহিরের পারফরম্যান্সে খুশি নয় দল।
২০২৪ সালের আইপিএলের আগে জাহিরকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছিলেন লক্ষ্ণৌয়ের মালিক সঞ্জীব গোয়েনকা।

গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর জাহিরকে দায়িত্ব দিয়েছিলেন এলএসজি কর্ণধার। মরনে মরকেল ভারতীয় দলে যোগ দেওয়ায় গত মৌসুমে লক্ষ্ণৌয়ের বোলিং কোচের দায়িত্বও সামলাতে হয় জাহিরকে। লক্ষ্ণৌ ইতিমধ্যেই বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে নিয়ে এসেছে। তাই আর লক্ষ্ণৌয়ের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না জাহির।
তবে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গোয়েনকা। লক্ষ্ণৌ কর্ণধার এখন রয়েছেন ইংল্যান্ডে। ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেখানে তার দল খেলছে। তিনি দেশে ফেরার পর জাহিরকে নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
এফটি/টিএ